আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১০:৫৩

নির্বাচনের দিকেই যেতে হবে

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে। এটাই এই অন্তর্র্বতী সরকারের প্রাধান্য। সেইরকমভাবে সংস্কারও প্রাধান্য। সংস্কারের কথা আমরা বলিনি। জনগণের কাছ থেকেই উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে।’ গতকাল শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এক সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নির্বাচন কবে সেই বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন কত দূর, যদি সময়ের কথা জিজ্ঞাসা করেন, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই জানাবেন।’ রাজনৈতিক দলগুলোর দিকে প্রশ্ন তুলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো বলছে, তারা ছাড়া সমস্যা সমাধান করা সম্ভব না। তাহলে ৫৩ বছর ধরে তারা সমস্যার সমাধান করেনি কেন। কেন আজকে আমাদের দায়িত্ব নিতে হলো। এখনো পর্যন্ত কোনো রূপকল্প কি আমাদেরকে দিয়েছে। তারা আমাদেরকে বলছে, রোডম্যাপ দিতে হবে। তারা কি একটা রোডম্যাপ দিয়েছে। সমস্যাগুলো তা কী করে সমাধান করবে।’ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা বার বার বলেছি, সম্পর্কের উন্নয়ন করতে চাই। ভারতও বলেছে, তারা সম্পর্কের উন্নয়ন করতে চায়। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে অস্বীকার করে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই।’

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা