ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে। এটাই এই অন্তর্র্বতী সরকারের প্রাধান্য। সেইরকমভাবে সংস্কারও প্রাধান্য। সংস্কারের কথা আমরা বলিনি। জনগণের কাছ থেকেই উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে।’ গতকাল শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এক সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নির্বাচন কবে সেই বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন কত দূর, যদি সময়ের কথা জিজ্ঞাসা করেন, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই জানাবেন।’ রাজনৈতিক দলগুলোর দিকে প্রশ্ন তুলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো বলছে, তারা ছাড়া সমস্যা সমাধান করা সম্ভব না। তাহলে ৫৩ বছর ধরে তারা সমস্যার সমাধান করেনি কেন। কেন আজকে আমাদের দায়িত্ব নিতে হলো। এখনো পর্যন্ত কোনো রূপকল্প কি আমাদেরকে দিয়েছে। তারা আমাদেরকে বলছে, রোডম্যাপ দিতে হবে। তারা কি একটা রোডম্যাপ দিয়েছে। সমস্যাগুলো তা কী করে সমাধান করবে।’ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা বার বার বলেছি, সম্পর্কের উন্নয়ন করতে চাই। ভারতও বলেছে, তারা সম্পর্কের উন্নয়ন করতে চায়। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে অস্বীকার করে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই।’
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯