আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৯:৩৬

জিন্দাবাদের বদলে জয় বাংলা ধ্বনি নেতাদের প্রশ্ন এরা কারা?

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্ম জেলা। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে সব থেকে প্রভাবশালী হিসেবে মনে করা হতো। নারায়ণগঞ্জের সাবেক এমপিরা দেশ জুড়ে আলোচিত ছিল। বিশেষ করে সাবেক সাংসদ এ.কে.এম শামীম ওসমান নারায়ণগঞ্জে বসেই উত্তাপ ছড়াতেন দেশের রাজনীতিতে। তার খেলা হবে ডায়ালগ দেশের গন্ডি পেরিয়ে প্রভাব ফেলেছিলো ভারতের পশ্চিমবাংলার রাজনীতিতেও। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর ছিলেন রূপগঞ্জের অঘোষিত স¤্রাট। রূপগঞ্জের সর্বত্র গাজী এবং তার পরিবারের নামফলকে ছেয়ে গিয়েছিলো। আড়াইহাজারে নজরুল ইসলাম বাবু যার ইশারা ছাড়া আড়াইহাজারে এক শতাংশ জমি পর্যন্ত রেজিস্ট্রেশন হতো না। সেই সকল প্রভাবশালীরা গত ৫ আগস্টের পর নিজ নিজ অনুসারীদের ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শুধু শীর্ষ পর্যায়ের এসব নেতারাই নয় তাদের ডাকে দ্বিতীয় এবং তৃতীয় সারির যেসকল পদধারী নেতারা হাজার হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে লাখো কর্মীর সমাবেশ ঘটাতো সেই সকল সারির নেতারাও তাদের অনুসারীদের ফেলে হয়েছেন নিরুদ্দেশ। ফলে মাঠ পর্যায়ের তৃণমূলের সেই সকল কর্মীরা অভিভাবকহীন হয়ে গত ৩ থেকে ৪ মাস অসহায়ের মত দিন অতিবাহিত করার পর ধীরে ধীরে নিজেদেরকে বিএনপির স্রোতে ভাসিয়ে দিতে শুরু করেছে। জয় বাংলার ধ্বনি তোলা সেই সকল তৃণমূল কর্মীরা এখন জিন্দাবাদের ধ্বনি তুলতে অভ্যস্ত হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক থেকে কনর্ভাট হচ্ছেন জিয়ার সৈনিকে। কিন্তু দীর্ঘ ১৭ বছরের পুরোনো অভ্যাস মাত্র ৪ মাসে এতো সহজে ভুলতে পারছেন না কেউ কেউ। তাইতো মুখ ফসকে বিএনপির মিছিলেও জয়বাংলা ¯েøাগান দিয়ে ফেলছেন কেউ কেউ। গত বুধবার রূপগঞ্জে এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারীরা। জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরের অনুসারীদের মধ্য থেকে জয়বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ এসেছে যা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। ওই ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে কাজী মনিরের অনুসারী যুবদল নেতা মোখলেছ সাউদের নেতৃত্বে বিশাল একটি বহর আগরতলা অভিমুখে যাচ্ছিল। এসময় বরপা এলাকায় ওই বহর থেকে কয়েকজন নেতাকর্মীকে ‘জয় বাংলা’ ¯েøাগান দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়। তারাব পৌরসভা যুবদলের আহŸায়ক আফজাল কবির বলেন, গত ৫ আগস্টের পর থেকেই কাজী মনির আওয়ামী লীগের লোকজনদের বিএনপিতে আশ্রয় দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ এই ঘটনা ঘটে। যা আমাদের জন্য লজ্জাকর। কাজী মনিরের অনুসারী ওই যুবদলের বহরে উপস্থিত ছিলেন মোখলেছ সাউদের ভাই ৬নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা বায়োজিত সাউদ, যুবলীগ নেতা আউয়াল মোল্লা, আয়েজ আলীসহ সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর লোকজন। তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে। তারা ৫ আগস্টের পূর্বে সরাসরি আওয়ামী লীগের লোক ছিলেন এবং গাজীর যেকোনো অপকর্মে তারা যুক্ত ছিলেন। কিন্তু তারা এখন কাজী মনিরের আশ্রয়ে বিএনপিতে প্রবেশ করে আমাদের দলের বদনাম করছেন। গত বুধবারের এমন ঘটনায় অতীতে আওয়ামী লীগ নিয়ে সাবেক এ.কে.এম শামীম ওসমানের করা একটি মন্তব্যকে স্মরণ করিয়ে দিচ্ছে। ২০২১ সালে ১ মার্চ জেলা পুলিশ লাইন্সের পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। এটা খুবই বিপজ্জনক। এটা যদি রাজনীতিবিদদের হাতে থাকতো তাহলে ঠিক আছে। কিন্তু এটা যদি প্রফেশন হয়ে যায় তাহলে খুব মারাত্মক ব্যাপার। আমি মনে করি প্রফেশনাল হিসেবে যারা আছেন তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার প্রফেশনে আপনি সাকসেসফুল কিনা সেটা লক্ষ্য রাখা। আপনার ব্যাকগ্রাউন্ড কী সেটা দেখার দরকার নেই। শুধু একটা জিনিস দেখতে হবে যে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা। তিনি বলেন, আমি এই কথাগুলো বললাম কারণ আমার চলে যাওয়ার সময় এসেছে। আমি প্রতিদিন মৃত্যু জন্য প্রস্তুত থাকি। যদিও আমার মৃত্যু আজ থেকে বিশ বছর আগে ১৬ জুন হয়ে গেছে। আমার ডানে বায়ে যারা ছিলেন সবাই মারা গেছেন। আমি যে সাক্ষী দিয়েছি সে সাক্ষীও বদলে দেওয়া হয়েছে এবং সেটা আমার সরকারের আমলেই। আমি কোর্টে তা ডিনাই করে এসেছি। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুই ধরনের মানুষ আছেন। এক ধরনের মানুষ আবেগ দিয়ে রাজনীতি করেন। আরেক ধরনের মানুষ তাদের মাথার বুদ্ধি দিয়ে। যারা আবেগ দিয়ে করেন তাদের জন্য রাজনীতিটা খুব কঠিন হয়ে যায়। তিনি বলেন, আজকে দেশে যে ষড়যন্ত্র হচ্ছে তা আপনারা আমার চেয়ে কম জানেন না। এটা শুধু শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র না। এটা রাষ্ট্রকে ধ্বংস করার। রাষ্ট্রের মূল কাঠামো গুলোকে দেশের বাইরে থেকে বসে প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে এই রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাতে। আমাদের সচেতন থাকতে হবে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে থাকবে। আপনারা ভাল কাজ করবেন, আপনাদের প্রশংসা করবো, খারাপ কাজ করবেন আপনাদের বিরুদ্ধে কথা বলবো। এখানে কোন ছাড় হবে না। কারণ আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছরে শক্তিশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটে। এর আগে ১৭ বছরের শেষ সময় গুলোতে বিএনপির ¯েøাগান দেওয়ার মত লোক খুঁজে পাওয়া যায়নি। যার মূল কারণ হচ্ছে শীর্ষ নেতারা প্রত্যেকে ডজন ডজন মামলার আসামি হয়ে অন্তরালে ছিল। কর্মীরা ভয়ে মিছিল মিটিংয়ে যোগদান করাও অনেকাংশে ছেড়ে দিয়ে ছিলো। কিন্তু গত ৫ আগস্টের পর বিএনপির অবস্থা সেই শামীম ওসমানের বক্তব্যের মত পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে বর্তমানে নারায়ণগঞ্জের পাতায় পাতায় পর্যন্ত সবই বিএনপি। পূর্বে যারা আওয়ামী লীগের মিছিল মিটিং সফল করতো তারাই এখন বিএনপির মিছিল মিটিংয়ে গিয়ে সভাস্থল পরিপূর্ণ করছে। তাই তো তারা মাঝে মাঝে মুখ ফসকে বিএনপির মিছিলে জয় বাংলা ¯েøাগান দিয়ে ফেলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা