ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান,প্রধান বক্তা তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর, বিশেষ বক্তা তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো:বাশারুল আলম কামাল, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী সেলিম,ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক মীর ইমন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক তাইজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট ও ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার থনা সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ। তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসায়, তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে, যে আর কেউ কখনো কোন অন্যায় করার সাহস পাবে না।আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এসময় দ্রæত সময়ের মধ্যেও নির্বাচন দেয়ার দাবী জানান তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সংখ্যালঘু ও সা¤প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পূণর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই ২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে হলে খুব দ্রæত জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাইনবোর্ড এলাকার সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দরা। দফাগুলোর মধ্যে রয়েছে, স¤প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত¡া প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯