আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৯:১০

ভারতের দলিত সম্প্রদায় থেকে বাংলাদেশের দলিত স¤প্রদায় অনেক নিরাপদ

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
“ভারত আমাদের ভালো-মন্দ দেখার নামে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যাচার করছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের দলিত স¤প্রদায়ের অবস্থা ভারতের দলিতদের তুলনায় অনেক ভালো। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।” নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন দলিত, হরিজন ও তফসিলি স¤প্রদায়ের নেতারা। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের টানবাজার ঋষিপাড়া এলাকায় দলিত, হরিজন ও তফসিলি স¤প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে ভারতের বাংলাদেশ-বিরোধী ষড়যন্ত্র এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানানো হয়। নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকার বাসিন্দা সাঞ্জু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টানবাজার সিটি কলোনী পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি রতন লাল দাস। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় পর্যায়ে দলিত হরিজন তফসিলি প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়ায় কৈলাশ চন্দ্র রবিদাস ও ভীম্পাল্লী ডেভিড রাজুকে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোল্লা ফারুক এহসান, কৈলাশ চন্দ্র রবিদাস, ভীম্পাল্লী ডেভিড রাজু, জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ সদর থানার সদস্য শওকত আলী, দলিত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সনুরানী দাস, টানবাজার সিটি কলোনী পঞ্চায়েত কমিটির সর্দার সুকুমার দাস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি অমৃত লাল, টানবাজার হরিজন সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাস। বক্তারা ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা জানান। কৈলাশ চন্দ্র রবিদাস বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগের দালাল হিন্দুদের ওপর হামলা হয়েছে। সাধারণ হিন্দুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। ভারতের ষড়যন্ত্র আমাদের আরো ক্ষতিগ্রস্ত করবে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।” সনুরানী দাস টানবাজার সিটি কলোনীর নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “চার বছর ধরে নির্মাণ কাজ অসমাপ্ত। ফলে বাসিন্দারা ভাসমান অবস্থায় আছেন। এতে শিশুদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।” কৈলাশ চন্দ্র রবিদাস বলেন, “দেশে এক কোটি দলিত, হরিজন ও তফসিলি জনগোষ্ঠী রয়েছে। আমরা সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা শুমারির দাবি জানাই। অতীতের সরকারগুলো আমাদের মেইনস্ট্রিম হিন্দু হিসেবে চিহ্নিত করে আমাদের সুরক্ষা দেয়নি।” জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোল্লা ফারুক এহসান বলেন, “বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য স্বাধীন হয়েছে। কিন্তু ৫৩ বছরেও হরিজন-দলিতরা সাংবিধানিক অধিকার পায়নি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে দলিতরা গুরুত্বপূর্ণ অংশীদার হবে।” সভাপতির বক্তব্যে রতন লাল দাস টানবাজার সিটি কলোনী বিদ্যালয় পুনরায় চালু করার দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা