ডান্ডিবার্তা রিপোর্ট
শ্রমিক ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন বন্ধ করে শ্রম আইন বাস্তবায়ন ও সরকার ঘোষিত নি¤œতম মজুরি সকল কারখানায় কার্যকর করার দাবিতে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ফতুল্লা হাজীগঞ্জ বাজার এলাকায় এ সমাবেশ ও মিছিল করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলের নেতা আমজাদ হোসেন, বক্তব্য রাখেন গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, আঞ্চলিক নেতা ইউছুফ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নি¤œতম মজুরি বছর পেড়িয়ে হওয়ার পরও অধিকাংশ কারখানায় বাস্তবায়ন করা হয়নি। যেই সব কারখানায় নি¤œতম মজুরি কার্যকর করা হয়েছে সেই সব কারখানায় কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন বাড়ানোর জন স্টাফ’রা শ্রমিকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। দৈনিক কাজের টার্গেট পুরন না হলে অতিরিক্ত সময় বিনা মজুরিতে ফাও খাটিয়ে নিচ্ছে। দুজন শ্রমিকের কাজ একজন কে দিয়ে করানো হচ্ছে। শ্রমিকরা কোন কথা বললেই চাকুরি থাকেনা। আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন কারখানায় মালিকরা বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হামলা-মামলা হয়রানি করছে। মালিকরা হুট করে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন-ভাতা ও আইনি পাওনা থেকে বঞ্চিত করছে। চৌধুরী বাড়ি এলাকার রাজ এ্যাপারেলস, নেমকন গার্মেন্টস ও পাঠানটুলী এলাকার এইচ এন এ্যাপারেলসসহ বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। ফতুল্লা ফ্যাশনের মালিক শতাধিক শ্রমিক-কর্মচারীর ৩ মাসের বকেয়া বেতন ও আইনগত পাওনা না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে চরম বিপদে ফেলেছে। পাওনার জন্য শ্রমিকরা দপ্তরে দপ্তরে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। মালিকদের এসব বে-আইনি কর্মকান্ড পরিহার ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হয়রানি বন্ধ করা’সহ সকল কারখানায় সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন করে পোশাক শিল্পের উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহŸান জানান নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯