আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৩:৫৭

শ্রম আইন বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল’

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শ্রমিক ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন বন্ধ করে শ্রম আইন বাস্তবায়ন ও সরকার ঘোষিত নি¤œতম মজুরি সকল কারখানায় কার্যকর করার দাবিতে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ফতুল্লা হাজীগঞ্জ বাজার এলাকায় এ সমাবেশ ও মিছিল করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ-চৌধুরী বাড়ি আঞ্চলের নেতা আমজাদ হোসেন, বক্তব্য রাখেন গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, আঞ্চলিক নেতা ইউছুফ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নি¤œতম মজুরি বছর পেড়িয়ে হওয়ার পরও অধিকাংশ কারখানায় বাস্তবায়ন করা হয়নি। যেই সব কারখানায় নি¤œতম মজুরি কার্যকর করা হয়েছে সেই সব কারখানায় কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন বাড়ানোর জন স্টাফ’রা শ্রমিকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। দৈনিক কাজের টার্গেট পুরন না হলে অতিরিক্ত সময় বিনা মজুরিতে ফাও খাটিয়ে নিচ্ছে। দুজন শ্রমিকের কাজ একজন কে দিয়ে করানো হচ্ছে। শ্রমিকরা কোন কথা বললেই চাকুরি থাকেনা। আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন কারখানায় মালিকরা বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হামলা-মামলা হয়রানি করছে। মালিকরা হুট করে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন-ভাতা ও আইনি পাওনা থেকে বঞ্চিত করছে। চৌধুরী বাড়ি এলাকার রাজ এ্যাপারেলস, নেমকন গার্মেন্টস ও পাঠানটুলী এলাকার এইচ এন এ্যাপারেলসসহ বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। ফতুল্লা ফ্যাশনের মালিক শতাধিক শ্রমিক-কর্মচারীর ৩ মাসের বকেয়া বেতন ও আইনগত পাওনা না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে চরম বিপদে ফেলেছে। পাওনার জন্য শ্রমিকরা দপ্তরে দপ্তরে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। মালিকদের এসব বে-আইনি কর্মকান্ড পরিহার ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হয়রানি বন্ধ করা’সহ সকল কারখানায় সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন করে পোশাক শিল্পের উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহŸান জানান নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা