ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শুক্রবার তারাব বিশ্বরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের কল্যাণ ও বৈষম্য দূরীকরণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। তিনি বলেন, “বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রের নীতির সংস্কার করতে হবে, যা কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে গড়ে তোলা। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বৈষম্যের সমাধান সম্ভব নয়।” প্রধান বক্তা ও তারাব পৌরসভার সাবেক পদপ্রার্থী মুফতী শিব্বির আহমাদ তার বক্তব্যে দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।”ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি শামসুল আলম খন্দকার বলেন, “যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করতে এটি অত্যন্ত জরুরি।” সমাবেশ সঞ্চালনা করেন তারাব পৌরসভার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ সারোয়ার হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন: রূপগঞ্জ থানার সেক্রেটারি শফিকুল ইসলাম খোকন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা শাহ জাহান আল হাবিবী, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুফতি আল আমিন,ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি জসিমউদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ আজিজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ রমজান আলী।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯