আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৪:২৭

রূপগ‌ঞ্জে ইসলামী আ‌ন্দোল‌নের গণসমাবেশ অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শুক্রবার তারাব বিশ্বরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের কল্যাণ ও বৈষম্য দূরীকরণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। তিনি বলেন, “বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রের নীতির সংস্কার করতে হবে, যা কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে গড়ে তোলা। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বৈষম্যের সমাধান সম্ভব নয়।” প্রধান বক্তা ও তারাব পৌরসভার সাবেক পদপ্রার্থী মুফতী শিব্বির আহমাদ তার বক্তব্যে দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।”ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি শামসুল আলম খন্দকার বলেন, “যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করতে এটি অত্যন্ত জরুরি।” সমাবেশ সঞ্চালনা করেন তারাব পৌরসভার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ সারোয়ার হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন: রূপগঞ্জ থানার সেক্রেটারি শফিকুল ইসলাম খোকন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা শাহ জাহান আল হাবিবী, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুফতি আল আমিন,ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি জসিমউদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ আজিজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ রমজান আলী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা