ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন বলেছেন, “শামীম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছিলেন, তবে আমরা খেলাধুলার আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের সে অপবাদ মুছে দিতে চাই।” গতকাল শুক্রবার বিকেলে শিয়াচর তক্কার মাঠে ফতুল্লা প্রেসক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জকে নতুনভাবে সাজাতে চাই। এর জন্য সাংবাদিক, রাজনীতিক এবং সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তক্কার মাঠ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হবে এবং এখান থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।” অনুষ্ঠানের প্রধান বক্তা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “ওসমান পরিবার নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে, কিন্তু আমরা সেই কলঙ্ক মুছে দিতে চাই। নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। ফতুল্লা প্রেসক্লাব যে উদ্যোগ নিয়েছে, এটি অবশ্যই যুগোপযোগী সিদ্ধান্ত।” ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, দৈনিক খবর পত্রের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, ফতুল্লা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক আ. খালেক টিপু, ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহŸায়ক শাহআলম পাটোয়ারী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, এবং অরবিট কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ওলিউল্লাহ খোকন মাস্টার।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯