ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, গত ১৭টি বছর স্বৈরাচারী সরকার এদেশের ক্ষমতায় ছিল। আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় করণ করা হয়েছিল। যাদের যোগ্যতা নাই তাদেরকে নেতৃত্বে দেয়া হয়েছিল। একজন শিক্ষকের সাথে কি ব্যবহার করবে, যার শিক্ষা নাই দিক্ষা নাই। সে কিভাবে ম্যানেজিং কমিটির একজন কর্মকর্তা হয়। একজন বিএ পাস, একজন এমএ পাস মানুষের নেতৃত্ব দিবে। আর এগুলো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে রাজনীতির কারণে। গতকাল শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের ৫৫ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় গিয়াস উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো সার্বজনীন, সবার। এখানে যেন কোন রাজনীতি ঠাই না পায় এবং দলীয় করণ না হয়। আমার দলের কেউ যদি যোগ্য না হয়, সে যেন এসকল প্রতিষ্ঠানে না আসতে পারে। যারা যোগ্য তারা নেতৃত্ব দিবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হয়ে উঠবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানের প্রতি সবচেয়ে বেশী মনযোগী হই। সন্তানকে ভালভাবে গড়ে তোলার জন্য, শিক্ষিত মানুষ করার জন্য সবচেয়ে বেশী কাজ করি। নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেনের সভাপতিত্বে ও সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের ৫৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুমন মুন্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় ও রওশন আরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শেখ মোরতোজা আলীর সহধর্মীনী আলহাজ্ব মোসা: রওশন আরা, প্রতিষ্ঠাতা সদস্য সোনামিয়া, মুহাম্মদ হোসেন, শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বশিরুল হক, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: জরিনা বেগম, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের ৫৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহŸায়ক কাজী মো: ইসলাম, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন দিপু, মো: মালু মিয়া, শহিদুল আলম বুলবুল, সাইদুল হক ছাদু ও ডা. মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯