আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:৫০

আড়াইহাজারে বাবুর মত লোক তৈরি হতে দেব না : আজাদ

ডান্ডিবার্তা | ১৫ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজারে যেন নজরুল ইসলাম বাবুর মত লোক তৈরি না হয়। আপনারা এ ধরনের অন্যায় করবেন না। নয়ত আমি কিন্তু আপনাদের চিনবো না। এমন কাজ করা যাবে না যার জন্য বিএনপির সম্মান নষ্ট হয়। গতকাল শনিবার রাতে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি বলেন, কোন চাঁদাবাজি, লুটপাট করা যাবে না। মানুষের উপর অত্যাচার করা যাবে না। বাবু মৌজা বøক করে দিয়েছিল কাদের জন্য এটা আপনারা জানেন। এই দুপ্তারা ইউনিয়নেই করা হয়েছে। আমি কী ভুল বলেছি। মৌজা বøক করে রেজিস্ট্রার করা হয়েছে। নির্দিষ্ট দামের চেয়ে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, আপনারা জানেন বিগত দিনে তারা কীভাবে অত্যাচার করেছে। আমজাদ হত্যাকান্ডে আমাকে আসামি করা হয়েছে। এমন একজন ব্যক্তিকে হত্যাকে আমাকে ফাঁসিয়ে দিল, বিএনপিকে ফাঁসিয়ে দিল। ভাই ভাতিজাদের নিয়ে সাবেক এমপি বাবুর সাথে দাঁড়িয়ে মানববন্ধন করেছিল। তারেক রহমান আমাদের সত্যের পক্ষে চলার শিক্ষা দিয়েছেন। আমরা কোন অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয়ও দেবো না। তিনি আরো বলেন, এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। আমি অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই নির্বাচনে রূপরেখা ঘোষণা করুন এবং নির্বাচনে কাজ শুরু করুন। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সিনিয়র যুগ্ম আহŸায়ক আফজাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি শাকিল মিয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহŸায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রতন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও আলমগীর সাকিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক এনামুল মোল্লাসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা