ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আরিফ মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে সাবেক সাংসদ একেএম শামীম ওসমান (৬৩), জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম কাদের (৭০) ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০) আসামি করে ১৪৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত রাখা হয়েছে। ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি রুজু করা হয়। গতকাল শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আমরা মামলাটি রুজু করিয়েছি। মামলায় শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ (৫৫) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মামলাটিতে নারায়ণগঞ্জ ছাড়াও পাবনা, চাঁদপুর, রাজধানী ঢাকার উত্তরা, দক্ষিণখান, দনিয়া, ডেমরা, মুন্সিগঞ্জের গজারিয়া, চট্টগ্রামের পাঁচলাইশ, ভোলার লালমোহন, কুমিল্লার দাউদকান্দি, চুয়াডাঙ্গার স্থানীয় অনেক ব্যাক্তিদের আসামী করা হয়েছে। মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, সবশেষে ১৯ জুলাই দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের প্রো- অ্যাকটিভ হাসপাতালের সামনে আরিফসহ ছাত্র- জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১ থেকে ১০ নং আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০ নং আসামির উস্কানিতে মামলায় উল্লেখিত সকল আসামিরা আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে। তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়ে। এসময় আসামিরা তাকে এলোপাতারি ভাবে পেটাতে থাকে। পরে তাকে মৃত ভেবে আসামীরা ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর মুºা ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯