ডান্ডিবার্তা রিপোর্ট
শক্ত অবস্থানে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি এবার তার বির্তকিত নেতাদের শায়েস্তা করতে দ্রæত ব্যবস্থা নিচ্ছে। বিএনপি দলতে শুদ্ধি করতে দলের অভ্যন্তরে বির্তকিতদের দল থেকে বহিস্কার শুরু করেছে। বিএনপি আগামী নির্বাচনে কোর বির্তকিত নেতাকে মনোনয়ন দিবে না বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে। বিএনপি নির্বাচনের আগে দলকে গুছিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। দলে কোন বির্তকিত নেতার স্থান নেই এমন হুশিয়ারী তারেক রহমানের। গত ৫ আগষ্টের পর বিএনপির নাম ব্যবহার করে কারা দখলবাজি, চাঁদাবাজি ও মামলা বানিজ্য করেছে তাদের তালিকা ইতিমধ্যে তারেক রহমানের হাতে পৌছেছে। তারেক রহমান ইতিমধ্যে দলতে শক্তিশালী করতে ও রাষ্ট্র সংস্কারের বার্তা নিয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে দলের যারা অপরাধ করতে তাদের ছাড় দেয়া হবে না। সম্প্রতি বিএনপি বির্তকিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। ইকবাল হোসেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রিজভী। গত শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সাথে কথা কাটাকাটি হয় ইকবালের। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় আসলে ইকবালের অনুসারীরা বাস চালককে মারধর ও বাসে ভাংচুর চালায়। এসময় মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন। বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এবার বিএনপি আর আগের বিএনপি নয়। বিএনপি পরিচ্ছন্ন নেতাকর্মীদের এগিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে দলের জন্য নিবেদিত ছিলেন তাদের প্রধান্য দেয়া হবে বলেও জানা গেছে। আর যারা দলের নাম বিক্রি করে দলের সুনাম ক্ষন্ন করেছে তাদের বাঁকা চোখে দেখছে বিএনপি। অচিরেই নারায়ণগঞ্জে বিএনপির মধ্যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে এমন গুঞ্জন সর্বত্র। তারেক রহমান নিজে যাচাই বাছাই করে নারায়ণগঞ্জ বিএনপিকে সাজাবেন বলে জানা গেছে। এখানে কোন বিতর্কিতদের স্থান দেয়া হবে না। নেতাকর্মীরা দলের প্রাণ যে সকল নেতাকর্মী দলের জন্য সকল সংগ্রামে ভ’মিকা রেখেছে তারা এবার দলের হাল দরছেন বলেও জানা গেছে। আর এতে করে দল থেকে অনেকে ছিটকে পড়তে পারেন। বিএনপির নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাদেশসহ নারায়ণগঞ্জে ডায়নামিক কমিটি হবে। যে কমিটি দলের সুনাম বজায় রাখবে এবং দলের ভাবমূর্তি উজ্জল করবে। এ জন্য বিএনপি এবার দল গুছানোর ক্ষেত্রে হার্ডলাইনে রয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯