আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১০:০৭

না’গঞ্জে হকারদের দাপটে শহরে চলাচলের অযোগ্য

ডান্ডিবার্তা | ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে পথচারীদের চলাচলের ফুটপাদ দখল করে জনভোগান্তি বাড়িয়ে চলছে হকার। ফুটপাত ও রাস্তা বছরের পর বছর হকারদের দখলে রয়েছে। তাদের উচ্ছেদ করে ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে এমন উদ্যোগ গ্রহণে আজ পর্যন্ত প্রশাসনের মাথাব্যাথা দেখা যায়নি। বরং হকাররা ফুটপাত দখল করে সড়ক দখলের মহাৎসবে নেমেছেন। এতোদিন পথচারীরা ফুটপাত দিয়ে না হেঁটে সড়ক দিয়ে চলাচল করতে পারলেও এখনো সে উপায়ও নেই। ফলে পথচারীদের তীব্র ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নারী ও বৃদ্ধদের দুর্ভোগের অন্ত নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শহরে হকারদের বিশৃঙ্খলা বাড়ে। বর্তমানে শহরে হকারদের দৌরাত্ম্য প্রচুর বেড়েছে। এর ফলে ফুটপাত থেকে শুরু করে সড়ক হকারদের দখলে রয়েছে। এ নিয়ে প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এর আগে বছরের শুরুর দিকে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, এসপি থেকে শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা আইভী, নারায়ণগঞ্জ দুটি আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেকেই শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেন। এর সুফল মাসখানেক থাকলেও এরপর আবারও আগের রুপে ফিরে আসে নারায়ণগঞ্জ। সরেজমিনে শহরের বঙ্গবন্ধু সড়কে গিয়ে দেখা যায়, হকারদের কারণে যান চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অন্যান্য দিনও একই চিত্র লক্ষ্য করা গেলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় এদিন ফুটপাতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। সড়ক দিয়ে হেঁটে দেখা গেছে, চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের ফুটপাত জুড়েই জামা-কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান বসিয়েছে হকাররা। এতোদিন ফুটপাতে কিছু জায়গা পথচারীদের জন্য চলাচল করার জন্য রাখলেও আজ তার ছিটাঁফোটাঁ দেখা যায় নি। ফাহমিদা নদী নামের এক নারী পথচারী জানান, সপ্তাহের অন্যান্য দিন ব্যস্ততা থাকায় আজ কিছু কেনাকাটা করতে বের হয়েছি। কিন্তু হকাররা যেভাবে ফুটপাত দখল করে রেখেছে তাতে হাঁটার কোনো উপায় নেই। অনেক কষ্টে যুদ্ধ করেই ফুটপাত দিয়ে হেঁটে মার্কেটে এসেছি। তিনি আরও বলেন, হকারদের কারণে ফুটপাত দখল হয়ে থাকায় নারী ও বাচ্চাদের যে ভোগান্তিতে পড়তে হয় তা অবর্ণনীয়। কবে যে এই ফুটপাত হকারমুক্ত হবে কি জানি। আমিনুল ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, নারায়ণগঞ্জের মতো এমন গুরুত্বপূর্ণ একটি জেলার ফুটপাত যদি দীর্ঘদিন এভাবে হকারদের দখলে থাকে তাহলে তা খুবই দু:খজনক বিষয়। আমরা চাই অতি দ্রæত প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। কারণ ফুটপাত দখল হয়ে থাকার কারণে সাধারণ মানুষ যেমন চলাচল করতে পারছে না ঠিক তেমনিভাবে ফুটপাতে সবসময় মানুষের জটলা থাকায় পকেটমার ও ছিনতাইকারীরা তাদের সুবিধা হাসিল করতে পারছে। মহিউদ্দিন সিদ্দিকী নামের এক ব্যবসায়ী জানান, হকারদের কারণে আমাদের ব্যবসার ধস নেমেছে। আমরা এতো টাকা ভাড়া দিয়ে যদি ঠিকমতো ব্যবসা করতে না পারি তাহলে আমরা কিভাবে চলবো? তাহলে তো এতো টাকা দিয়ে মার্কেটে দোকান ভাড়া না নিয়ে ফুটপাতে দোকান বসানোই ভালো আমি মনে করি। কারণ ফুটপাতে ক্রেতাদের প্রচুর চাপ থাকে। তাই আয় রোজগারও ভালো হবে বলে আমি মনে করি। এর আগে গতবছরের শেষ দিকে প্রশাসনের লোকজন একাধিকবার হকার উচ্ছেদ করলে ২৫ নভেম্বর সন্ধ্যার পর ফুটপাতে হকার বসতে দেওয়ার দাবীতে শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন হকার নেতারা। বিক্ষোভ মিছিলে এই হকারদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও মহানগর হকার্সলীগ সভাপতি রহিম মুন্সী। এদিন তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি আন্দোলনের হুশিয়ারি দেন। বর্তমানে পুলিশ হকারদের ফুটপাতে বসতে বাঁধা দিতে গেলেই হকাররা দ্বিগুন শক্তি নিয়ে ফুটপাত দখল করে থাকেন। তাদের বাঁধা দিতে গেলেই তারা রাস্তার ফুটপাত দখল করে বসার দাবীতে শহরজুড়ে আন্দোলন করে বেড়ান। এর আগে ২০১৮ সালের ১৬ জানুয়ারীতে এই হকার ইস্যুতেই এক লঙ্কাকান্ড ঘটে গিয়েছিল। এদিন হকার ইস্যুতে মেয়র আইভী সমর্থকদের সাথে হকার সংঘর্ষে মেয়র আইভী সহ প্রায় অর্ধশত লোক আহত হয়। এসময় প্রকাশ্যে গুলি ছোড়া সহ ইটপাটকেল বর্ষণের চিত্র দেখা যায়। আর এই ঘটনায় বহু আলোচনা সমালোচনার এক পর্যায়ে পরিস্থিতি অনেকটা ঘোলাটে আকার ধারণ করলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি করপোরেশন ও হকারসহ বিভিন্ন সংগঠনের যৌথ বৈঠকে হকারদের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসা নিষেধ করে দেয়া হয়। তারপরেও হকাররা কোনো বাঁধা নিষেধ মানছেন না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা