ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের আতংক সন্ত্রাসের গডফাদার স্বৈরাচার সরকারের দোসর গণহত্যাকারী ফ্যাসিবাদী যুবলীগের নেতা মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছে। এজাহার বিবরণে জানা যায়, ঢাকা সহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই নারায়ণগঞ্জে গোপন বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশ দেয় সন্ত্রাসের গডফাদার এমপি শামীম ওসমান। তারই নির্দেশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য ছাত্র জনতার উপর ব্যাপক হামলা চালায় সন্ত্রাসী মতির অন্যতম সহযোগী সন্ত্রাসী স্বপন সহ আরো রথি মহারথিরা। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৯ জুলাই দুপুর আড়াইটায় বাদী মোঃ আরিফ মিয়া সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করলে সিদ্ধিরগঞ্জ থানার প্রো-এ্যাক্টিভ হাসপাতালের সামনে শামীম ওসমান ও মতিসহ তাদের অস্ত্রধানী বাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের প্রায় ৪/৫ শ’ অপরাধী নির্বিচারে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর এলোপাথারি গুলি চালায় এবং বিষ্ফোরন ঘটায় ও মারঘর করে। এসময় ভিকটিম মোঃ আরিফ মিয়ার উপরও হামলা চালায় এবং এলোপাথারি গুলি ছোড়ে। আসামীদের ছোড়া গুলির বুলেটে আরিফের ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ হয় এবং শরীরের বিভিন্ন স্থনে ছিটাগুলি বিদ্ধ হয়। এছাড়াও লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে মারধর সহ গুরুতর আহত করে। পরবর্তীতে ছাত্র জনতা আরিফকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ নিয়ে গেলে সেখান থেকে রেফার্ডের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। পরবর্তীতে একটু সুস্থ হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৮নং আদালত, নারায়ণগঞ্জে একটি সিআর মামলা দায়ের করেন। উপরোক্ত মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত থাকায় আব্দুল কাদেরের পুত্র মামলার ৭১নং আসামী স্বপন অবশেষে গ্রেফতার হলো। এই রিপোর্ট লেখার সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনুর আলম দুপুর ২টায় মুঠোফোনে জানায় আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯