আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:১৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডে অবৈধ দোকানপাটের ছড়াছড়ি

ডান্ডিবার্তা | ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
৩৬৪ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করে আধুনিকায়ন করা ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপ, ফুটপাত ও পুরো বাসস্ট্যান্ড জুড়ে বসেছে অবৈধ দোকানপাট। ফলে নষ্ট হচ্ছে দৃষ্টিনন্দন এ সড়কের সৌন্দর্য। সড়কদ্বীপ ও ফুটপাতে বসা অবৈধ দোকানপাট কিছুতেই সরাতে পারছে না সওজ কর্তৃপক্ষ। তারা রীতিমত এ সকল অবৈধ দোকানপাটের কাছে অসহায় হয়ে পড়েছেন। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। জরুরী ভিত্তিতে এ সড়কের সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপ, ফুটপাত ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদের দাবি জানান। জানা যায়, ৩৬৪ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি (চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত) চার লেন থেকে ছয় লেনে ৬ লেনে উন্নীত করে আধুনিকায়ন করা হচ্ছে। এ প্রকল্পটি ইতোমধ্যে ৮ কিলোমিটারের মধ্যে ৭ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এ সড়কের তিনটি স্থানে রয়েছে আন্ডারপাস, দুটি স্থানে দুটি ফুটওভারব্রিজ ও সড়কের দুপাশে রয়েছে ড্রেনসহ ফুটপাত ও লাইটিংসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য বর্ধন কাজ। বিভিন্ন স্থানে রয়েছে সড়কদ্বীপ ও রোড ডিভাইডার। সবমিলিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি দৃষ্টিনন্দন সড়কে পরিণত হয়েছে। কিন্তু এরমধ্যে সাইনবোর্ড এলাকায় সড়কদ্বীপ ও ফুটপাতসহ বাসস্ট্যান্ডে বসেছে অবৈধ দোকানপাট। কিছুতেই এ অবৈধ দোকানপাট সরাতে পারছে না সওজ কর্তৃপক্ষ। তারা রীতিমত এ সকল অবৈধ দোকানপাটের কাছে অসহায় হয়ে পড়েছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, সাইনবোর্ড এলাকায় সড়কদ্বীপে ও ফুটপাত এমনকি পুরো বাসস্ট্যান্ড জুড়েই বসেছে অসংখ্য অবৈধ দোকানপাট। ফলে অবৈধ দোকানপাট এখন হাট-বাজারে পরিণত হয়েছে। এ অবৈধ দোকানপাটের কারণে ছয় লেনে উন্নীত করা আধুনিক সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফতুল্লার মাহমুদপুর এলাকার তমাল হোসেন বলেন, শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ শহরে যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড। এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড স্থানে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে নারায়ণগঞ্জ নগরবাসীসহ অন্যান্য আশপাশের লোকজন ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এ সড়ক নারায়ণগঞ্জ শহর থেকে রাজধানী ঢাকায় চলাচলের অন্যতম ও প্রধান একটি সড়ক। তিনি আরো বলেন, এ সড়কের আশপাশে রয়েছে নারায়ণগঞ্জের সরকারি প্রায় সকল অফিস-আদালত। এ সড়কের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জনের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, জেলা পরিষদ, এলজিইডি কার্যালয়, পাসপোর্ট অফিস, জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস ও শিল্প পুলিশ-৪’র পুলিশ লাইন্সসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। ইদানিং এ সড়কটি আধুনিক সড়কে পরিণত করা হয়েছে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাট এ সড়কের সৌন্দর্য নষ্ট করছে। ভূইঘর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপে ও ফুটপাত এবং পুরো বাসস্ট্যান্ড জুড়ে বসেছে কয়েকশ অবৈধ দোকনপাট। এখানে রয়েছে হোটেল, বিভিন্ন খাবারের দোকান, চায়ের দোকান, ফুটপাতে জামাকাপড় বিক্রি ও ফুসকার দোকানসহ নানা ধরণের অবৈধ দোকানপাট। এ অবৈধ দোকানপাটের ময়লা-আবর্জনা সড়কে ফেলে এর সৌন্দর্য নষ্ট করছে। এ সকল দোকানপাটগুলো জরুরী ভিত্তিতে স্থানীয়ভাবে উচ্ছেদ করার প্রয়োজন হয়ে পড়েছে। সাইনবোর্ডের সাহেবপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, যতই দিন যাচ্ছে ততই অবৈধ দোকানপাটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবৈধ দোকানপাট থেকে এক শ্রেণীর সুবিধাবাদী লোকজন অর্থ আদায় করছে। তারাই প্রভাব খাটিয়ে এ সকল দোকানপাট টিকিয়ে রেখেছে। এ বিষয়েসড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরে আলম বলেন, সড়কদ্বীপসহ বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাট কিছুতেই সরানো যাচ্ছে না। এমনকি থানায় জিডি করেও এগুলো রোধ করা যাচ্ছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা