ডান্ডিবার্তা রিপোর্ট
বগুড়ায় র্যাবের পোশাকে কলেজছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অপহরণ চক্রের এক নারী সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। রবিবার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত শনিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ওই নারী সদস্যকে আটক করা হয়। অপহরণ হওয়া ওই কলেজ ছাত্র হলেন বগুড়ার সরকারি শাহ সুলতান হক কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ বর্ষের ছাত্র ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে ফেরদৌস সরকার (২৩)। ওসি শাহীনুর আলম জানায়, বগুরার কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায় পুলিশ মুক্তিপনের ফাদ পাতে। এসময় অপহরণ চক্র বিকাশ নম্বর দেয়। বিকাশ নম্বরটি ছিলো নারায়ণগঞ্জের মিজমিজি এলাকার। বগুরার পুলিশ সাথে আমরা ফাঁদ পেতে বসে থাকি। তখন বিকাশে সেই টাকা তুলতে আসে ওই চক্রের কোন একজনের স্ত্রী। আমরা তাকে আটক করে বগুরা পুলিশের কাছে হস্তান্তর করি। জানা যায় আটককৃত ওই নারীর দেওয়া তথ্যমতে নরসিংদীর মাধবদী থেকে অপহৃত কলেজ ছাত্র ফেরদৌসকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার রাতে জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ওই ছাত্রকে ধরে নিয়ে যান র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি। সকালে স্বজনেরা র্যাব-১২–এর বগুড়া ক্যাম্প ও যৌথ বাহিনীর ক্যাম্পে গিয়ে জানতে পারেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো অভিযান চালায়নি। এর মধ্যে দুপুরের আগে অপহরণকারী চক্র ওই কলেজছাত্রের পরিবারের কাছে ফোন করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে তিন লাখ টাকা পাঠালেও ফেরদৌসকে মুক্তি দেয়নি ওই চক্র। এরপর ফেরদৌসের স্ত্রী মাহবুবা আকতার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর স্বামীকে অপহরণের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯