আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:৫৫

আগষ্ট তান্ডবে আ’লীগের অনুশোচনা নেই

ডান্ডিবার্তা | ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর কয়েক মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না বরং পুরো বিষয়টিকে এখনো ‘ষড়যন্ত্র’ হিসেবেই মনে করে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। বিশেষ করে, গত জুলাই-অগাস্টের ছাত্র আন্দোলন দমনে নারায়ণগঞ্জে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন করেন যে, গণঅভ্যুত্থানের নামে “পরিকল্পিত ষড়যন্ত্রের” মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতারা। তবে, দলের কেন্দ্রীয় কর্মসূচী পালনে তাদের দেখা না গেলেও বিভিন্ন সূত্রে তাদের অভিমত প্রকাশ করতে দেখা যাচ্ছে। পলাতক নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ যারা কিনা দেশের বাহিরে অবস্থান করছে তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেও তারা দাবি করেন সে সাথে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়ে আসছেন। এমনকি, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের তিন মাস পর স¤প্রতি ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ চালিয়ে আসছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। তবে এখনই সরকারবিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে। বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সেটি সামনে আরও বেড়ে অন্তর্র্বতী সরকার কতদিনে জনসমর্থন হারায়, আপাতত সেটিই দেখার অপেক্ষা করছেন তারা। তবে বিদেশে ‘আত্মগোপনে’ থেকে জেলার নেতাদের দিক নির্দেশনা নিয়ে দলটির তৃণমূলের নেতা-কর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, এর মাধ্যমে তারা নেতা-কর্মীদের আরও বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। স¤প্রতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণঅভ্যুত্থানকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেও টানা দেড় দশক ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল তাদেরও রয়েছে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল না। আমরা সবাই মানুষ। কাজেই কিছু ভুল হওয়া স্বাভাবিক। কিছু ভুল-ত্রæটি তো ছিলই। তবে, বর্তমানে যেভাবে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের নেতাকর্মীদের বিরুদ্ধে ইউনুস সরকার যেভাবে মিথ্যা মামলা দেয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের জীবন ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। তাই নেতাকর্মীরা সেফজোনে রয়েছে। সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা