ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, কোন প্রকার চাঁদাবাজি ও লুটতরাজ করা যাবে না। আমরা নারায়ণগঞ্জ বিএনপি ও প্রত্যেকটি অঙ্গসংগঠন খুবই সুশৃঙ্খল। নারায়ণগঞ্জ বিএনপি জননেতা তারেক রহমানের নির্দেশনায় সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিল। ঠিক জননেতা তারেক রহমান কিন্তু নারায়ণগঞ্জের কার্যকালাপে অন্তত খুশি। সেই জায়গাটা কিন্তু আপনাদের সার্বিক ভাবে ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যেটা করলে বিএনপির দুর্নাম ও ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের নেতা তারেক রহমান বিব্রত হবেন এমন কিছু করা যাবে না। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ হিরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লাখ লোক প্রাণ হারিয়েছেন। বিজয়ের মাসে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন। আমরা ২০০৭ থেকে মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ও স্বৈরাচারী হাসিনার দীর্ঘ সতেরোটি বছর আপনাদের আমাদের গণতন্ত্র কি কেড়ে নিয়েছিল ও হরণ করেছিল। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেকোন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা হয়েছিল তাকে কিন্তু তারা অগণতান্ত্রিক দেশ হিসাবে পরিণত করেছিল। আজকে আমরা ১৭বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই ১৭বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অভিনব নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নতুন এই অভিনব স্বাধীন বাংলাদেশের রূপকার হলেন জননেতা তারেক রহমান। তিনি আরও বলেন, আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় বিএনপি ও প্রত্যেকটি অঙ্গসংগঠন তথা এদেশের সাধারণ জনগণ সকলে মিলে ১৭ বছরআন্দোলন সংগ্রাম করে রেজাল্টা ঘরে তুলতে পেরেছি। তাহলে এই আন্দোলনের রূপকারকে তারেক রহমান। আজকে অনেকে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। সবাইকে সজাগ থাকতে হবে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে প্রতিবাদ করতে হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯