আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৩:৩২

বিএনপি গণতন্ত্রে বিশ^াসী: মামুন মাহমুদ

ডান্ডিবার্তা | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অনির্বাচিত সরকারকে দীর্ষদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম ও রাজপথে রক্ত দেইনি। বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রে বিশ্বাসী। তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে, জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা স্বসম্মানে চলে যান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত সোমবার রাত আটটায় সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর গ্রীণ গ্রার্ডেন পার্টি সেণ্টারে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, বাঙালি বীরের জাতি। ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মত যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু জাতি পরাধিনতার শিখল থেকে মুক্তি পায়নি। স্বাধীনতা পরবর্তী বার বার দেশে স্বৈরা শাসকের জন্ম হয়েছে। এসব শাসকদের বিতারিত করতে রক্ত ঝড়াতে ও জীবন দিতে হয়েছে। দেশের মানুস যেমন ৭১ ও ৯০ কে ভুলবে না, তেমনি ২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার ইতিহাস ভুলবে না। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরা শাসক ঠিকে থাকতে পারে নি। সব স্বৈরাশাসক ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকার দেশে স্বৈারাশাসন কায়েম করে বহু মানুষকে খুন ও গুম করেছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীকে লাশ গুমের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই-আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে ভবিষ্যতে দেশে যেন আর কোন স্বৈরাশাসকের সৃষ্টি হতে না পারে, সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে মামুন মাহমুদ বলেন, সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশ প্রশাসনের এখনো আÐারগ্রাউÐ সম্পর্কের ইঙ্গিত লক্ষ করা যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক অকিল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহŸায়ক রিয়াজুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, ফুতল্লা থানা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক একরামুল কবির মামুন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম প্রধান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রহমান সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল, ফজলু হক কন্ট্রাক্টর, নোমান, ও আলমগীর হোসেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা