আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৩:৩২

সাবেক এমপি এস.এম. আকরাম নিজ গ্রামের মাটিতে চির নিদ্রায়

ডান্ডিবার্তা | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য এসএম আকরামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর বন্দরের আলীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাতে ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজা, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের থানা পুকুরপাড় জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ যোহর তার নিজ গ্রাম আলীনগরস্থ মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে আলীনগর কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে থানা পুকুরপাড় জামে মসজিদের জানাজায় অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক পিপি এড. মো. আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল প্রমুখ। বন্দরের জানাযায় অংশগ্রহন করেন সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ, আলীনগর এলাকার সমাজ সেবক হাজী হামিদুল্লাহ মেম্বার, ইব্রাহিম কাশেমসহ সর্বদলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসএম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। উল্লেখ্যে, তিনি জীবদ্দশায় ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সদর-বন্দর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা