ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর যে নির্বাচন হবে, আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে এখানে প্রধান প্রতিপক্ষ নাই, অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে। নো নো নো এন্ড নো এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচন থেকে অনেক অনেক কঠিন হবে। তাই নিজেদেরকে প্রস্তুত করুন। আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের ফুল ছাড়া আমরা যেনো পার হতে পারি। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। গতকাল মঙ্গলবার বিকেলে নাসিক ১নং ওয়ার্ডের হীরাঝিল এলাকাস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন বার্তা দেন। তিনি বলেন, বিএনপিকে মানুষ পছন্দ করে এটা অনেকের হিংসার কারণ হিসেবে দাড়িয়েছে, অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাড়িয়েছে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা সবসময় দেখেছেন, সবসময় খেয়াল করে দেখুন যারা এ দলের সাথে বহুবছর ধরে জড়িত আছেন। শহীদ জিয়ার আমল থেকে যুক্ত রয়েছেন দলের সঙ্গে। দেখে আসছেন ৮১ সালের আগে থেকে কিভাবে জাতীয়তাবাদি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দেশের ভেতর এবং দেশের বাহিরে। তাই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই দলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হবে তখন ধরে নিতে হবে ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধেই না সেটা বাংলাদেশের বিরুদ্ধেও। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচাররের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু কিছু ছোট মাথা পালিয়ে গেছে কিন্তু শরীরের লেজ কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভেতর ভেতর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। তাই সকলকে এলার্ট থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক রহমান বলে, বিএনপি নেতাকর্মীর কাছে মানুষ নির্বাচনের কথা জিজ্ঞেস করার মূল কারণ তাদের আস্থা আর প্রত্যাশার জায়গা বিএনপি। অধিকাংশ মানুষই বিএনপির প্রতি তাকিয়ে থাকে। আপনাদের প্রতি যখন কোটি মানুষের প্রত্যাশা থাকবে তখন দায়িত্ব অনেক বড় হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আমরা আমি-ডামি নির্বাচনে বিশ্বাসী না। আমরা গনতন্ত্রে বিশ্বাসে। নিশিরাতের নির্বাচন থেকে মানুষ যখন নিজের ভোট দিতে পারবেন তখন তারা কেনো ভোট দিবে?। বিএনপি নেতাদের হুশিয়ারি করে তিনি বলেছেন, নিজের স্বার্থ হাসিলের জন্যে যদি দলীয় কোনো ব্যক্তি চেষ্টা করে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। যারা নিজের লাভের জন্য দলের বদনাম করবে তাদেরকে যারা নেতৃত্বে আছেন সেইসব নেতাকরা শক্ত হাতে ব্যবস্থা নেওয়া লাগবে। এটা আমরা আপনাদের প্রতি নির্দেশনা রয়েছে। জনগণের সমর্থন আমাদের মূল কাজ। তাদের সমর্থন আমাদের প্রয়োজন। আমাদের সাথে জনগণ না থাকলে আমরা স্বার্থক হবো না। সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনে। আমরা যদি তা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো। রাজনীতিবিদ হিসেবে সফলতা হবে তখন জনগণ আপনাদের পেছনে থাকবে জনগণ থাকবে। ৩১ দফার মাধ্যমে আমরা দেশ এবং দেশের মানুষদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা করছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী রেহানা আক্তার রানু, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজাহারুল ইসলাম মান্নান, সামাজিক সংগঠন দর্পনের সভাপতি বিথিকা বিনতে হোসাইন প্রমুখ।
ই
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯