ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “বাংলাদেশের আলেম-ওলামারা অনেক সময় স্বৈরশাসকের হাতে নির্যাতিত হয়েছেন। এ ধরনের জুলুম মহান স্রষ্টার অসন্তুষ্টি ডেকে এনেছে। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যা কেউ কল্পনাও করেনি।” তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, কোনো মানুষ যেন আঘাতপ্রাপ্ত না হয়। কাউকে ছোট না করে সবাইকে সম্মানের সঙ্গে দেখা উচিত। আমাদের আচরণ এমন হতে হবে যেন কেউ জুলুমের শিকার না হয়।” গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জের এসওরোড বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন এলাকায় জামি’য়া ইসলামিয়া হযরত বেলাল হাবশী (রা.) মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের মাদ্রাসায় পড়াবেন, যেন তারা দ্বীন, আল্লাহ এবং নবীর জীবন সম্পর্কে জানতে পারে। ইহকাল ও পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সন্তানদের ভালো মানুষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।” ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহŸায়ক ও থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম, নাসিক ৬ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯