আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:৪৯

নীট সেক্টরকে অস্থিতিশীল করতে চায় কারা?

ডান্ডিবার্তা | ১৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের নীট সেক্টর তথা গামেন্টর্স কারখানা গুলিতে যখন শান্তিপূর্নভাবে উ’পাদন অব্যহত রেখে বৈদেশীক মুদ্রা আয় করে চলেছে তখন পতিত সরকারের কতিপয় দোসর এই সেক্টরকে অস্থিতিশীল করতে মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে অন্যতম বৈদেশীক খাতটিকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে নীট সেক্টরের ব্যবসায়ীরা মনে করছেন। চলতি বছরের ৫ আগষ্ট হাজারো ছাত্র জনতার রক্ত ¯্রােতের মধ্য দিয়ে এই দেশটির নতুন করে জন্ম হয়। দেশটিকে রক্ষা করা এবং নতুন করে বিশ কোটি মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষে ৮ আগষ্ট থেকে যারা বিভিন্ন দফতরের দায়ীত্ব পালন করে যাচ্ছে তাদের মধ্যে একজন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। গত এক যুগ একটানা বিকেএমইএ’র সভাপতির দায়ীত্ব পালন করেছেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। তবে বিকেএমই এর জন্মলগ্ন থেকে মোহাম্মদ হাতেম বিভিন্ন পদে দায়ীত্ব পালন করে গার্মেন্টস ব্যবসায়ীদের বিশাল এই সংগঠনটিতে বর্নাঢ্য ইতিহাস গড়ে তুলেছেন। দীর্ঘদিন সাবেক সংসদ সদস্য সভাপতির দায়ীত্ব পালন করলেও সংগঠনটির নির্বাহী সভাপতির দায়ীত্ব পালন করেন মোহাম্মদ হাতেম। তিনি যদি নির্বাহী সভাপতি হয়ে বিকেএমই এর হাল না ধরতেন তাহলে এই সংগঠনটি আজকের চলমান কার্যক্রম অনেক আগেই থমকে যেতো। গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য দেশ বিদেশের অপশক্তিরা বার বার চেষ্টা করছে। বিগত দিনগুলিতে এমনও দেখা গেছে, সাভার ইপিজেড অশান্ত হয়ে উঠেছে। সাভার ইপিজেডকে শান্ত করতে না করতে গাজীপুরের রাস্তাঘাট শ্রমিকরা বন্ধ করে দেয়। গাজীপুর শান্ত হতে না হতে নারায়ণগঞ্জের গার্মেন্টস সেক্টরে আগুন জ¦লে। মোহাম্মদ হাতেমের নেতৃত্বে বিকেএমই এর অন্যান্য নেতৃবৃন্দ শক্ত হাতে সকল নৈরাজ্যের মোকাবেলা করে অশান্ত গার্মেন্টস সেক্টরকে বার বার শান্তির পথে এনেছে এবং গার্মেন্টস এর চাকা সচল রাখতে শ্রমিকদের প্রতিটি আন্দোলন মোকাবেলা করে মালিক শ্রমিকদের ঐক্যের বন্ধন শক্তিশালী করেছে। যে কারণে আশুলিয়ায় গামের্ন্টস কারখানায় বার বার শ্রমিক অসন্তুষ দেখা দিলেও নারায়ণগঞ্জের গামেন্টর্স কারখানাগুলি সচল ছিল। সাবেক সাংসদ সেলিম ওসমান দীর্ঘ ১২ বছর ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন বিহীন কমিটি করে বিকেএমই এর পরিচালনা পর্ষদের গণতন্ত্র হরন করলেও তিনি ভালো করেই জানতেন বিকেএমই এর সংগঠনটি শক্তিশালী অবস্থানে গার্মেন্টস শিল্প বাঁচিয়ে রাখতে হলে মোহাম্মদ হাতেমের বিকল্প নেই। তাই সুকৌশলে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য সেলিম ওসমান মোহাম্মদ হাতেমকে ব্যবসহারের জন্য তাকে নির্বাহী সভাপতির দায়ীত্ব অর্পন করে। কারন, বিএকএমই এর সুতিকাগার থেকে শুরু করে অদ্য পর্যন্ত প্রতিটি রন্দ্রে রন্দ্রে মোহাম্মদ হাতেমের হাতের ছোঁয়া রয়েছে। গামেন্টর্স শিল্পের সুবিধা অসুবিধা নিয়ে বরাবরই হাতেম দায়িত্বশীল ভ’মিকা পালন করেছেন। যে কারণে বিকেএমইএ এর নেতৃবৃন্দ সহ গার্মেন্টস মালিকদের কাছেও মোহাম্মদ হাতেমের শতভাগ গ্রহণযোগ্যতা রয়েছে। ৫ আগষ্টের পর ২২ আগষ্ট অজ্ঞাত স্থান থেকে সাবেক সাংসদ সেলিম ওসমান সভাপতির পদ থেকে পদত্যাগ পত্র বিকেএমইএতে পাঠানোর পর নির্বাহী সভাপতির পদে দায়ীত্বে থাকা মোহাম্মদ হাতেম সভাপতির দায়ীত্ব গ্রহণ করেন। এখন প্রশ্ন হলো ৫ আগষ্টের পর দেশের পরিস্থিতি কেমন ছিল কারও অজানা নেই। দেশ কোন পথে যাবে এমন প্রশ্নই ছিল সকল মানুষের মনে। দেশ পূর্নগঠনে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পরেও গার্মেন্টস সেক্টরে উত্তেজনা বিরাজ করছিল। মোহাম্মদ হাতেম সভাপতি হওয়ার পর অস্থিতিশীল গার্মেন্টস সেক্টরকে শান্ত করার জন্য অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারে দফায় দফায় মালিক শ্রমিকদের নিয়ে সভা করে দিনরাত পরিশ্রম করে দেশের সিংহভাগ চালিকা শক্তি গার্মেন্টস শিল্পকে বাঁচাতে সক্ষম হয়। মোহাম্মদ হাতেমের চলমান কার্যক্রমে একটি পক্ষ সভাপতির পদ থেকে সরানোর জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে। কিন্তু কেন? ঐ পক্ষটির মোহাম্মদ হাতেমকে নিয়ে এতো মাথা ব্যথা কেন? ব্যবসায়ীদের বড় সংগঠন বিকেএমইএ’তে  মোহাম্মদ হাতেমতো সেচ্ছায় সৈরাচারী কায়দায় সভাপতির পদ দখল করেনি। এমন প্রশ্নই ব্যবসায়ী মহলে জোরালোভাবে বইতে শুরু করেছে। পক্ষটি মোহাম্মদ হাতেমকে সভাপতির পদ থেকে সরানোর পর কাকে ঐ পদে বসাবে? মোহাম্মদ হাতেম যদি সংগঠনের স্বার্থ সংরক্ষন ছাড়া অন্য পথে পা দেয় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নিবে ব্যবসায়ী মহল। তার দ্বারা যদি রাষ্ট্রের ক্ষতি হয় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নিবে অন্তবর্তীকালীন সরকার। অথচ মোহাম্মদ হাতেমকে নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। যারা মোহাম্মদ হাতেমকে নিয়ে কাঁদা ছোড়াছুড়িতে মেতে উঠেছে, যারা তার বিরুদ্ধাচরন করছে, তাদের মূল এজেন্ডা কি? তারা দেশের ক্রান্তিলগ্নে গার্মেন্টস সেক্টরের সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে তার নেপথ্যে কোন কারন আছে কিনা তা আইন প্রয়োগকারী সংস্থার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে দাবী ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা দাবি করেন, নীট সেক্টরকে নেতৃত্ব দেয়া মত হাতেমের বিকল্প এখনো গড়ে উঠেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা