ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, “৫ আগস্টের পূর্বে যারা আওয়ামী লীগের রাজনীতিতে থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটতরাজ করেছে, তাদের অনেকেই এখন বিএনপি সাজতে চাচ্ছে। এসব বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।” গতকাল বুধবার বিকেলে ফতুল্লার পাকিস্তান খাদ রেললাইন এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিনের সভাপতিত্বে যুগ্ম আহŸায়ক মামুন হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ চৌধুরী আরও বলেন, “৫ আগস্টের পূর্বে নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। এ এলাকাতেও সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান সরকার পালিয়ে যাওয়ার পর, এ এলাকার মানুষ জিম্মি দশা থেকে মুক্তি লাভ করেছে। পাকিস্তান খাদ এলাকার সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘এলাকা ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও শুধুমাত্র একটি রাস্তার কারণে তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে। পানি নিষ্কাশনের অভাবে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাবেক নেতারা শুধু বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু কোনো কাজ করেননি।’” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহŸায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল-আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, সৈকত রাজ, মো. রাজিব হোসেন ভ‚ঁইয়া, মো. শাহিন আহমেদ নিলয়, মো. শামিম হোসেন, মো. শরিফ হোসেন ও ইব্রাহিম হোসেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯