আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১০:২৫

শহরে তাবলীগের জুবায়েরপন্থীদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২০ ডিসেম্বর, ২০২৪ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গাজীপুরের টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তাবলীগ জামায়াতের একাংশ। গতকাল বৃহস্পতিবার নগরীর মাসদাইর এলাকা থেকে বিক্ষোভ তাবলীগের জুবায়েরপন্থীদের মিছিলটি শুরু হয়। পরে শহরের চাষাঢ়া হয়ে আমলাপাড়া দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন জুবায়েরপন্থী তাবলীগের লোকজন। তারা ইজতেমায় হতাহতের জন্য সাদপন্থীদের দায়ি করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানান। একই সাথে সংঘর্ষের ঘটনাকে ‘হামলা’ অভিযোগ করে সাদপন্থীদের বিচার চান। এই সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মীর আহমাদুল্লাহ, টানবাজার মসজিদের খতিব মুফতি ফয়সাল আহমেদ, তাবলীগ জামায়াতের আলেমে শুরা সদস্য মুক্তার হোসাইন, এনায়েত নগর ইউনিয়নের সদস্য মাওলানা কোরবান আলী, খেলাফত যুব মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম প্রমুখ। ফেরদাউসুর রহমান বলেন, ‘২০১৮ সালে আমাদের ছাত্র ও সাথী ভাইদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সেই হামলার এখনও বিচার পাই নাই। মুরুব্বিদের কাছে গিয়েছি, তারা সবুর করতে বলেছেন। বেশি নরম ভালো না। আজকে আপনাদের সবুরের আমলের কারণে আমার চারজন ভাই শহীদ ও অসংখ্য ভাইয়ের রক্তে রঞ্জিত টঙ্গীর ময়দান। আল্লাহর কসম করে বলি, আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় একটা আওয়ামী লীগের দোসর, নেতাকে কেউ বাংলাদেশে খুঁজে পাবে না।’ শহরের কয়েকজন সাদপন্থী ব্যবসায়ীর গ্রেপ্তারের দাবি জানান তিনি। ফেরদাউসুর বলেন, ‘নারায়ণগঞ্জের মনির, ব্যবসায়ী শাহীন ও আসাদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে জনগণ তাদেরকে গণধোলাই দিতে বাধ্য হবে। আমরা তোমাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চিনি। তোমরা খুনিদের লালন-পালন ও আলেমদের হত্যা করা জন্য টাকা দিচ্ছো। আর তোমাদের বিন্দু পরিমাণ ছাড় দিবো না।’ এই সময় তারা বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় মারকাজ মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারেরও সমালোচনা করেন হেফাজতের এই নেতা। তিনি বলেন, ‘আপনাদের টেবিল এখন বাজাইরা হইয়া গেছে। খালি আলোচনা হয় সমাধান হয় না। আপনাদের টেবিলটা আর বাজাইরা টেবিল বানায়েন না, আপনাদের চেয়ারের অনেক মূল্য। আপনারা আড়াইহাজারে আমাদের সাথে লুকোচুরি খেলছেন। এই লুকোচুরি খেলা আর খেলতে দেওয়া হবে না। আর বিন্দুমাত্র কাউকে ছাড় দিবো না। আপনারা অনতিবিলম্বে তাদেরকে খুঁজে বের করেন। যদি বিন্দু পরিমাণ গড়িমসি করেন, আমরা আইন হাতে তুলতে বাধ্য হবো।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা