ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগার সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলী সীমান্তের পরিবারের খোঁজ নিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধায় দেওভোগ পাক্কা রোড এলাকায় ছুরিকাঘাতে মৃত সীমান্তের পরিবারের খোজ নিতে এসে মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন, স্বৈরাচারী সরকারের চাঁদাবাজ বাহিনী চাদাঁ তুলতে না পেরে এখন চুরি ডাকাতি’তে নেমেছে। আমি এলাকায় এসেই খোজ নিয়ে দেখলাম ওয়াজেদ আলী সীমান্ত অত্যন্ত ভালো ছেলে ছিলেন, এবং নামাজী ছিলেন, যারা এই গুপ্ত হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককেইই গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। প্রশাসনকে বলবো শহরের প্রতিটি অলি গলিতে রাতের নিরাপত্তা টহল বাড়াতে হবে। এসময় তিনি সীমান্তের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট মোনাজাত করেন। সেই সাথে নিহত সীমান্তের পরিবার কে ধৈর্য্য ধারণ করে সাহসীকতার সাথে খুনীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, সদর পূর্ব থান আমির মাহবুবুর রহমান, শ্রমিক নেতা এড, সাইফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. ওয়াজেদ সীমান্ত (২০)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন। সীমান্তের বাবা আলম চান বলেন, গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দেওভোগের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের ডিআইটি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তাঁর ছেলে আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ছেলের অস্ত্রোপচার হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সীমান্তের মৃত্যু হয়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯