ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জের কোথাও না কোথাও হত্যাকাÐের ঘটনা ঘটছে। সেইসঙ্গে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে মানুষ। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে ছিনতাইকারী ও ডাকাতদের দৌরাত্ম্য। ছিনতাইকারীদের হাতে অনেকেই তাদের সর্বস্ব হারাচ্ছেন, ঘটছে প্রাণহানী। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে এসব ঘটনা বেশি পরিলক্ষিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে থাকায় নারায়ণগঞ্জবাসীও উদ্বেগ ও শঙ্কার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। নারায়ণগঞ্জের বিভিন্ন থানা থেকে প্রাপ্ত তথ্যমতে, গত ১ আগস্ট থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ১৩৯ দিনে ১২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হত্যাকান্ডে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২২ জন। আর অপমৃত্যু হয়েছে ৬৯ জনের। সর্বশেষ গত ১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাÐের শিকার হয়েছেন ৮ জন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের এবং অপমৃত্যু হয়েছে ৬ জনের। এসকল ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল শহরের দেওভোগ এলাকায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্তর (২০) মৃত্যুর ঘটনা। এ ঘটনায় জড়িত প্রধান আসামি ছিনতাইকারী অনিককে (২৮) গ্রেফতার করে পুলিশ। গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমেরিকান বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত। তার আগে গত ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় শহরের দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলম বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। ১ ডিসেম্বর দিনগত রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার ডিপিডিসি নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০০ মিটার কপার লুপ যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ৫০ হাজার টাকার ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও ৪০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে। একই সঙ্গে ৬ জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে। গত ২৭ নভেম্বর ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর গাবতলা এলাকায় ডাইং কারখানা ঢাকা টেক্সটাইলসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক রেজাউল করিম মালার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়। ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ সাত লাখ টাকা লুটে নেয়। এর আগে গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই ৩০ দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৩১টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকান্ডে ৯ জন, ১৬ জনের অপমৃৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩১ দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকাÐে ৬ জন, ২২ জনের অপমৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। তার আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকাÐে ৭ জন, ১৬ জনের অপমৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকান্ডে ৩ জন, ৯ জনের অপমৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এভাবে প্রতিমাসেই মরদেহের সংখ্যা বেড়ে চলেছে। নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে অরাজনৈতিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি নুরু উদ্দিন আহম্মেদ বলেন, গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে সবকিছুতেই পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রশাসনে অনেক পরিবর্তন হয়েছে। যার কারণে প্রশাসন এখনও স্থায়ী হতে পারছে না। আর এই সুযোগে অপরাধচক্র নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হত্যাকা-ের ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, মানুষ এখন সকালে হাঁটতে বের হয় না প্রাণভয়ে। প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। পাশাপাশি এমন অনেক ঘটনা ঘটছে যা থানা পর্যন্ত পৌঁছায় না। এই পরিস্থিতি থেকে উত্থানের জন্য প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দিন দিন হত্যাকা-সহ নানা অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে। এর আগে এক বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে শিল্প এলাকা। এখানে বিভিন্ন জেলার বিভিন্ন রকমের মানুষ বসবাস করে থাকে। যার কারণে নানা রকমের ঘটনা ঘটে থাকে। তবে আমরা হত্যাকাÐের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছি। যেখানেই কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয়ে থাকি। কোনোভাবেই অপরাধীদের ছাড় দিচ্ছি না। তিনি আরও বলেন, এছাড়া আরও কিছু মৃত্যু আছে যেখানে আমাদের কিছু করার থাকে না। যেমন অপমৃত্যুতে সাধারণত আমরা কিছু করতে পারি না। নানা কারণেই এই অপমৃত্যু হয়ে থাকে। এজন্য আমাদের সকলকে সামাজিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধেও আমাদের সবাইকে সতর্ক হওয়াটা জরুরি। তিনি আরও বলেন, ছিনতাইরোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমত কাজ করছে কিনা তা তদারকি করছি। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়তো এত সহজে নির্মূল হবে না তবে আশা করছি, খুব শিগগিরই তা কমে আসবে।
ই-
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯