ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডেও কতিপয় নামধারী বিএনপি ও তাঁদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের মতো ঘটনা ঘটে গেলেও সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডের চাঁদাবাজির দৌরাত্ম্যের এখনও অবসান হয়নি। ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, কেবল বন্ধ হয়নি চাঁদাবাজি। সুমিলপাড়া আইলপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর পুত্র কবির হোসেন। গত ৫ আগস্ট পূর্ববর্তী এলাকায় তার পরিচিতি ছিলো আওয়ামী লীগ নেতা হিসেবে। কবির হোসেন সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও ৬নং ওয়ার্ডে পরিচিত। শামীম ওসমান তথা আওয়ামী লীগের প্রতিটি মিছিল মিটিং ও অনুষ্ঠানে লোকজন সহকারে মিছিল নিয়ে তার ছিল সরব উপস্থিতি। তবে সরকার পতনের পর কৌশল অবলম্বন করেছেন কবির হোসেন। অনুসন্ধানে জানা যায়, মামলা ও গ্রেফতার এড়াতে একই ওয়ার্ড এর বিতর্কিত বিএনপি নেতা তার ভায়রা ভাই মনিরের হাত ধরে ভোল পাল্টে কবির হোসেন সেজেছেন নব্য বিএনপি নেতা। মনিরের শেল্টারে এলাকার কতিপয় এক শ্রেণির পাতি নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন লুটপাট ও চাঁদাবাজির মহোৎসব।চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতে গড়ে তুলেছেন একটি বিশাল সিন্ডিকেট বাহিনী। সাতঘোড়া সিমেন্ট কারখানা, ক্রাউন রেডিমিক্স সহ প্রতিটি কারখানায় তার নেতৃত্বে চাঁদা উত্তোলন চলছে নিয়মিত। প্রতিটি গাড়ী থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে কবিরের নেতৃত্বে। মনিরের সাথে তেল ডিপো, আদমজী ইপিজেড সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মহড়া ও হুমকি ধামকি দিচ্ছেন ব্যবসায়ীদের। গত ৫ আগস্টের পর চাঁদাবাজি করে ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। গেলো কয়েকদিন আগে চাঁদা উত্তোলনের নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। কবির বাহিনীর চাঁদা উত্তোলন নিয়ে যেকোন সময়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।অনুসন্ধানে জানা যায়, ৬নং ওয়ার্ডে চাঁদাবাজদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে ব্যবসায়ী আর বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন এই চাঁদাবাজ সিন্ডিকেটের অত্যাচারে। তাঁদের ভাগ্যে বোধ হয় পরিবর্তন আসবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা ঘটেনি। বিগত সরকারের আমলের চাঁদাবাজদের ছেড়ে যাওয়া শূন্য আসন পূর্ণ হতে সময় লাগেনি। সব পয়েন্টেই আবার নতুন করে শুরু হয়েছে দখল ও চাঁদাবাজি। আর এই চাঁদাবাজরাও বর্তমান সময়ে সুবিধাজনক অবস্থায় থাকা রাজনৈতিক দলের কিছু অসাধু নেতার আশীর্বাদপুষ্ট। নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা জানান আওয়ামী দুঃশাসনের দোসর, অর্থ জোগানদানতা ও সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আমাদের দলের কিছু নেতা তাদের দলে যোগদান করিয়ে নব্য বিএনপি সাজিয়ে নিজস্ব গ্রæপ গড়ে তুলেছেন। এরপর তাদের দিয়ে দখল বাণিজ্য চাঁদাবাজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন। দল থেকে এসব বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। প্রমাণ পেলেই এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ই-
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯