আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৩:৫৫

সিদ্ধিরগঞ্জে দেলু ও মুক্তুলের মাদক ব্যবসায় ধ্বংসের মুখে যুব সমাজ

ডান্ডিবার্তা | ২২ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে গত ৫ আগষ্ট সরকার ও দেশের পট-পরিবর্তন হলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের সাবেক দুই কাউন্সিলর আনোয়ার ও ফারুকের আত্মীয় ও ঘনিষ্ঠজন পরিচয়ে দেলওয়ার ওরফে দেলু ও মুক্তুলের নারী দিয়ে দেহ ব্যবসা ও মাদক কারবার থেমে নেই। দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে তারা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি টের পেলেও রহস্যজনক কারণে না জানার ভান করে এড়িয়ে যাওয়ায় ক্ষুব্দ হয়ে উঠছে এলাকাবাসী। এ নিয়ে এলাকার আইনশৃংখলা পরিস্থির চরম অবনতি ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা। পাশাপাশি এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়েছে। রাস্তা দিয়ে চলাচলরত স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থী, চাকুরিজীবি নারী-পুরুষ ও বয়স্কদের প্রায়সময় বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি বাতানপাড়া তালতলা ক্যাশিয়ার বাড়ীর মৃত আব্দুল সাত্তারের ছোট ছেলে দেলোয়ার ওরফে দেলু। আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুকের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরবর্তীতে একই ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলামের নাতি পরিচয়ে চালাতেন তার অপকর্ম। আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেলু, মুক্তুল, জেসমিন ও বাবুকে দিয়ে নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে দেহ ও মাদক ব্যবসা। দেলুর মাদকের চালান বিশেষ করে ইয়াবা আসে কক্সবাজার ও টেকনাফ এলাকা থেকে। আর এগুলো দেলু নিজেই করে থাকে। এর কারণে প্রায়ই বিমানযোগে কক্সবাজার যাতায়াত করে কিভাবে চালান আসবে, কোন রুটে আসবে এগুলো সে নিজেই পরিকল্পনা করে। মুহুর্তের মধ্যে মাদক পাচারের রুট পরিবর্তন করে সে নিজেই। কারও কাছে এ বিষয়ে আলোচনা করে না। যার ফলে তার মাদকের চালান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘেœ নির্ধারিত জায়গায় পৌছে যায়। এই অবৈধ সমাজ ধ্বংসকারী কারবার চালিয়ে সে বিপুল অর্থবিত্তের মালিক বনে গেছে। গড়ে তুলেছেন চার তলা আলিশান ভবন। মালিক বনে গেছেন একাধিক জমি ও প্লটের। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যাক্তি জানান, দেলোয়ার ওরফে দেলুর অপকর্মের কারণে এলাকার শান্তি-শৃৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। ধ্বংষের মুখে পড়েছে যুব সমাজ। অভিযুক্তদের মাদক সিন্ডিকেট বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। অবিলম্বে দেলু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সমাজ থেকে অশ্লীলতা ও পাপাচার দুর করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম কে জানান, এ রকম কোন বিষয় জানা নেই। বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে দেখবো। তবে কোনো অপরাধী, মাদক কারবারিকেই ছাড় নয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা