আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৪:২০

গণঅভ্যুত্থানের না’গঞ্জে ৩০জন শহীদ

ডান্ডিবার্তা | ২২ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গতকাল শনিবার আন্দোলনে আহত ও নিহতদের তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট (সঁংপ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) এ প্রকাশ করা হয়। সেই সাথে এই প্রসঙ্গে সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। খসড়া তালিকা পর্যালোচনা করে দেখা যায়,প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন। শহীদদের তালিকায় নারায়ণগঞ্জের ৩০ জনের নাম-পরিচিত উল্লেখ করা হয়েছে। সেই সাথে আহতদের তালিকায় নারায়ণগঞ্জের রয়েছে ৩৮৫ জন। শহীদ/আহত ব্যক্তির বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা বিবেচনায় তালিকা সাজানো প্রস্তুত করা হয়েছে। শহীদদের তালিকায় নারায়ণগঞ্জের রয়েছেন মো. জামাল হোসেন শিকদার, পিতা- মোহাশীন শিকদার; সুমাইয়া আক্তার, পিতা- মৃত সেলিম মাতুব্বর; জোবায়ের ওমর খান, পিতা- এড. জাহাঙ্গির আহমেদ খাঁন; মো. পারভেজ, পিতা- মো.সোহরাব হোসাইন; মো. আল মামুন আমানত, পিতা- মো. আব্দুল লতিফ; মো. জসিম, পিতা- জাহাঙ্গির আলম; মোহাম্মদ সাইফুল হাসান, পিতা- জাবেদ আলী মোল্লা; রিয়া গোপ, পিতা-দিপক কুমার গোপ; মো. ইরফান ভূঁইয়া, পিতা- মো. আমিনুল ইসলাম ভূঁইয়া; ইমরান হাসান, পিতা- মো. ছালেহ আহমেদ; মাবরুর হোসেন রাব্বি, পিতা- আব্দুল হাই; মো. জামাল, পিতা- মো. হারুন; আহসান কবির, পিতা-হুমায়ুন কবির; হযরত বেল্লাল, পিতা- মো. হোসেন; সোলায়মান, পিতা-মিরাজ বেপারী; শফিউল, পিতা- আব্দুল আজিজ; মো. জনি, পিতা- মো. ইয়াসিন; মো. স্বজন, পিতা- মো. জাকির হোসেন; মো. মোহোসিন, পিতা- ছলিম উদ্দিন; সজল মিয়া, পিতা- মো. হাছান আলী; আরমান মোল্লা, পিতা-ইছব মোল্লা; মো. আদিল, পিতা- আবুল কালাম; মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, পিতা- শহীদুল ইসলাম; মো. তুহিন, পিতা- মো. শহীদুল ইসলাম; পারভেজ হালদার, পিতা- মো. মজিবর হালদার; মোহাম্মদ মাহামুদুর রহমান খান, পিতা- মো. লৎফর রহমান খান; মো. ইব্রাহীম, পিতা- মো. হানিফ; মো. রোমান, পিতা- মো. আনোয়ার হোসেন; মো. আল আমিন ভূঁইয়া, পিতা- মো. সামছুদ্দিন ভূঁইয়া; মো. মামুন, পিতা- মো. হাওলাদার। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদেরকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনও মতামত/পরামর্শ থাকলে অথবা সংযোজন/বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনও তথ্য থাকলে— তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে (সঁংঢ়বপরধষপবষষ৩৬@মসধরষ.পড়স) অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা