ডান্ডিবার্তা রিপোর্ট
শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যাকান্ডের বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনটি শুরু হয়। এসময় নিহত ওয়াজেদ সীমান্তকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী ওয়াজেদ সিমান্তের পিতা হাজী আলম পারভেজ, বোন প্রিয়া, হাজী শাহীন, মোয়াজ্জেম হোসেন পন্টি, ব্যাবসায়ী নেতা মো. সুজন আহমেদ, উল্লাস সংগঠনের সভাপতি জি এম কুদরত, প্রেরণা সংগঠনের সভাপতি রাকিব উল হাসান, উৎস সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আইনজীবী নজিবুল্লাহ বিপুসহ এলাকার বিশিষ্টজনরা। সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ছিনতাই অপরাধ প্রবনতা বেড়েছে। আজ শহরবাসি নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলাবাহিনী এখনই কার্যকরি পদক্ষেপ না নিলে ওয়াজেদ সিমান্তর মত আরও মেধাবীর জীবন ঝড়ে যাবে। এসময় তারা ওয়াজেদ সীমান্ত হত্যার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাসি কার্যকরের দাবি জানান। উল্লেখ্য, ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ছুরিকাঘাতে আহত হয় সীমান্ত। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুট করে পালিয়ে যায় ঘাতকরা। গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এইঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯