আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৪:০৪

হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা

ডান্ডিবার্তা | ২২ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সন্ত্রাসীরা সিয়াম (১৮) নামের এক হোসিয়ারী কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র। গত শুক্রবার রাতে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারীরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সদস্য। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে নিহত সিয়ামের বাবা আব্দুল হালিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে ফতুল্লা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। হত্যাকান্ডের সাথে জড়িতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়। তবে এজাহারনামীয় দুই আসামী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের আপন ভাগনে বলে স্থানীয়রা জানায়। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র। এজাহারে উল্লেখ্য করা হয়, নিহত সিয়াম পেয়ারাবাগানস্থ একটি হোসিয়ারীতে কাজ করতো। গত শুক্রবার কারখানা বন্ধ থাকায় নিহত সিয়াম সারাদিন বাসায় ছিলো। সন্ধ্যার পর সিয়াম বাসা থেকে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে নিহত সিয়াম তার বন্ধুদের নিয়ে শিয়াচর তক্কারমাঠস্থ বুড়ির গ্যারেজ সংলগ্ন বালুর মাঠে বসে আড্ডা দিচ্ছিলো। পূর্ব শত্রæতার জের ধরে অভিযুক্ত আসামী সায়মন, আল আমিন, নিলয়, সোনাই ওরফে আব্দুল্লাহ, মেহেদী, পারভেজ, আদর, একরাম, মহিউদ্দিন ও সাগর সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জন সন্ত্রাসী ছোড়া, চাকু, রামদা সহ দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর ছেলে সিয়ামসহ তার বন্ধুদের ওপর হামলা করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামিরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার ছেলে সিয়ামের মৃত্যু হয়। নিহতের মা কাঞ্চন জানান, দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হেসিয়ারী কারখানায় যোগদান করে। গত শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে তাকে বাসায় এসে জানায় তাকে জানায় তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারছেনা। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়াম হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন কে আসামি করে গতকাল শনিবার দুপুরে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। অভিয্ক্তু আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা