ডান্ডিবার্তা রিপোর্ট
গত দেড়যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসিন ছিল স্বেরাচারী হাসিনা সরকার। দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে মাঠের প্রধান বিরোধীদল বিএনপিসহ তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা-মামলাসহ বিভিন্ন নির্যাতনের মাধ্যমে কোনঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছিল। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও এমন ঘটনা চালিয়ে আসছিল স্বেরাচারী সরকারসহ তাদের দোসররা। তবে, সকল ধরনের হামলা মামলা এবং হুমকিকে উপেক্ষা করে দলীয় সকল ধরনের রাজনৈতিক কর্মসূচী সফলসহ রাজপথে অবস্থানের মাধ্যমে দলের অস্তিত্বের জাগান দিয়ে আসছিলেন নারায়ণগঞ্জের কিছু তরুন নেতা। দলীয় নির্দেশনা পালন করতে গিয়ে হামলা মামলার স্বীকার হয়ে বাড়ীঘর ছাড়া হলেও দলীয় আর্দশ থেকে তাদেরকে চূল পরিমানও বিচ্যুতি হতে দেখা যায়নি। দলীয় ঝান্ডা সমুন্নুত রাখতে নারায়নগঞ্জে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের অবদানের কথা স্মরন করতে গেলে যাদের নাম সবার আগে উঠে আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আড়াইহাজারের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ন আহŸায়ক রফিকুল ইসলাম ভূইয়ার নাম উঠে আসে। দীর্ঘ দেড়যুগেরও বেশি সময় ধরে দলীয় আর্দশকে লালন করে নারায়ণগঞ্জের মাটিতে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখাসহ নেতাকর্মীদের মনোবল ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তারা। একটা সময় এমন অবস্থা বিরাজ করেছিল স্বেরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলননে নামাতো দূরে থাক কথা বলারও অধিকার হরন করা হয়েছিল। দলের দুঃসময়ে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে অবস্থানের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দলের ঝান্ডা সমুন্নিত রেখেছিল তারা। তবে, স্বেরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের খেসারতও তাদের দিতে হয়ছিল। স্বেরাচারী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে অন্ধত্বের পথে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। ঢাকা-চিটাগাংরোড মহাসড়কে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন তিনি। এসময় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ মিছিলে অতর্কিত হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর বাম চোঁখে গুলি করে। এসময় টিটু গুরুতর আহত হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অপরদিকে, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীও দলের দুঃসময়ে নিজের যোগ্যতার প্রমান রেখেছেন্ নানা প্রতিক‚লতা এবং জীবনের ঝুঁকি নিয়ে স্বেরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলনের মাধ্যমে দলের অস্তিত্বের জাগান দিয়ে গেছেন। এক পর্যায়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমানের রোষানালে পড়ে যান ফতুল্লা থানা বিএনপির কান্ডারী রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে। সাংসদ শামীম ওসমানের নির্দেশে ফতুল্লাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিএনপির রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্ঠাও করা হয়। কিন্তু দলীয় আর্দশকে পিছপা হননি আপোষহীন এ নেতা। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে জীবনের মায়া ত্যাগ করে ফতুল্লার রাজপথে বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃতেœ হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে অবস্থান নেন তিনি এবং স্বেরাচারী এ সরকারের পতন ঘটিয়ে রাজপথ ত্যাগ করেন আপোষহীন এ নেতা।
ই
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯