ডান্ডিবার্তা রিপোর্ট
যে কোন সময় ভেঙ্গে দেয়া হতে পারে জেলা ও মহানগর বিএনপির কমিটি। ত্যাগী ও দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীদের সমন্বয়ে পূনাঙ্গ কমিটি গঠন হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে, কবে নাগাদ জেলা ও মহানগর কমিটি ভেঙ্গে গঠন করা হবে তা স্পষ্ট না করলেও দ্রæত সময়ের মধ্যে জেলা ও মহানগর বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হবে বলে এমন ইঙ্গিত দলের সিনিয়র নেতাদের সাথে আলাপকালে জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারির নির্বাচনের পর অনেকটাই হতাশায় ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পর আবারো হতাশা কাটিয়ে চাঙাভাব আনাসহ দলকে পুরোপুরি ঘুরে দাঁড় করাতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া দীর্ঘদিন চলমান সরকার পতন আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে সফলতা আসার পর দলটির অভ্যন্তরে কৌশলগত পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে। বিগত দেড় দশকে দলে নেতাদের ‘পারফরমেন্স’ মূল্যায়নপূর্বক কমিটি গঠন, পুনর্গঠনসহ দলকে ঢেলে সাজানোর মাধ্যমে আরো শক্তিশালী গঠনকল্পে এ উদ্যোগ নেয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা, নিজেদের দাবির পক্ষে জনমত তৈরি এবং সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে নানাভাবে কাজ করছেন নেতারা। একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যেতে চায় দলটি। তবে আপাতত জনসম্পৃক্ত ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দল পুনর্গঠনের বিষয়ে বেশি নজর দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। বাকি অঙ্গসহযোগী সংগঠনও পুনর্গঠন করতে চান তারা। জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, স্বেরাচারী সরকার পতন হয়ে গেল মানেই আন্দোলন বন্ধ হয়ে যাবে না। ৭ জানুয়ারির নির্বাচনে রাষ্ট্রশক্তি ব্যবহার করে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঐক্যবদ্ধ আন্দোলনে স্বেরাচারী সরকারের পতন ঘটানো হ। তবে বিভিন্ন আদায়ে আন্দোলন চলবে। সে সাথে বিএনপির সহযোগী সংগঠনসহ মূলদলের কমিটি ঢেলে সাজানো হতে পারে বলে ধারনা করছি। প্রসঙ্গত, গত বছরের ১৭ জুন সাবেক সংসদ সদস্য ও মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অপরদিকে, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটির আহŸায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আ. সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আলহাজ আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন, আবু কাওসার আশাকে মনোনীত করা হয়। এছাড়া সদস্য সচিব পদে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু এবং সদস্য মনোনীত করা হয় অ্যাডভোকেট রফিক আহম্মদ, হাজী ফারুক হোসেনকে।
ই-
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯