ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মফিজ উদ্দিনের অপসারণ এবং তার অঢেল সম্পদের উৎস তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। গতকাল রোববার সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় অর্ধশত সেবাগ্রহীতার অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে মফিজ উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা দাবি করেন, নামজারির সরকার নির্ধারিত ফি ১,১০০ টাকা হলেও মফিজ উদ্দিন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. সেলিম মুন্সি, পাগলা এলাকার ব্যবসায়ী মো. জাহের মোল্লা, আলীগঞ্জের মো. জসিম মোল্লা, ফতুল্লার মো. আলামিন মৃধা এবং মো. জুয়েলসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, মফিজ উদ্দিনের মনোমত ঘুষ না দিলে নামজারি বা জমি সংক্রান্ত কোনো সেবা পাওয়া যায় না। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মফিজ উদ্দিন তার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ আদায়কে নিয়মে পরিণত করেছেন। অফিসের কম্পিউটার অপারেটরদের মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি করে তিনি গ্রাহকদের হয়রানি করেন এবং অর্থ আদায় করেন। তার নামে বেনামে একাধিক বাড়ি, জমি ও গাড়ির মালিক হওয়া নিয়ে দুদকের মাধ্যমে তদন্তের দাবি জানান তারা। মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “মফিজ উদ্দিনের বিরুদ্ধে একটি ঘুষের অভিযোগ তদন্তাধীন। আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি। দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।” স্থানীয়রা অবিলম্বে মফিজ উদ্দিনকে কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভূমি অফিসে সেবার মান উন্নত করার আহŸান জানান।
ই-
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯