আজ মঙ্গলবার | ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ভোর ৫:১৮

কুতুবপুর ভূমি অফিসের কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মফিজ উদ্দিনের অপসারণ এবং তার অঢেল সম্পদের উৎস তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। গতকাল রোববার সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় অর্ধশত সেবাগ্রহীতার অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে মফিজ উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা দাবি করেন, নামজারির সরকার নির্ধারিত ফি ১,১০০ টাকা হলেও মফিজ উদ্দিন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. সেলিম মুন্সি, পাগলা এলাকার ব্যবসায়ী মো. জাহের মোল্লা, আলীগঞ্জের মো. জসিম মোল্লা, ফতুল্লার মো. আলামিন মৃধা এবং মো. জুয়েলসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, মফিজ উদ্দিনের মনোমত ঘুষ না দিলে নামজারি বা জমি সংক্রান্ত কোনো সেবা পাওয়া যায় না। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মফিজ উদ্দিন তার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ আদায়কে নিয়মে পরিণত করেছেন। অফিসের কম্পিউটার অপারেটরদের মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি করে তিনি গ্রাহকদের হয়রানি করেন এবং অর্থ আদায় করেন। তার নামে বেনামে একাধিক বাড়ি, জমি ও গাড়ির মালিক হওয়া নিয়ে দুদকের মাধ্যমে তদন্তের দাবি জানান তারা। মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “মফিজ উদ্দিনের বিরুদ্ধে একটি ঘুষের অভিযোগ তদন্তাধীন। আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি। দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।” স্থানীয়রা অবিলম্বে মফিজ উদ্দিনকে কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভূমি অফিসে সেবার মান উন্নত করার আহŸান জানান।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা