আজ মঙ্গলবার | ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ভোর ৫:১৪

সকল ধর্মের অনুসারীদের নিয়েই আমরা বাঙালি জাতি : মামুন মাহমুদ

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,জাতি হলো রংধনুর মত। একটি রং বাদদিলে কখনো রংধনু হয়না। রংধনুকে যেমন আদালা করা যায়না, তেমনি দেশের কোন ধর্মের অনুসারী বা গোষ্ঠীর লোকজনকে বাদ দিয়ে জাতি কিংবা সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন হবে না। সকল ধর্মের অনুসারীদের নিয়েই আমরা বাঙালি জাতি। গতকাল রোববার রাত ৮ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেণ্টারে সিদ্ধিরগঞ্জে বসবাসরত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা ও জনসস্মৃক্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, বিএনপি কেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, আর জনগণ কেন বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায় তা ৩১ দফায় তুলে ধরা হয়েছে। কিছু মানুষ বলছে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিট-ওপিট। তাদের এ ধারণা ঠিক নয়। আওয়ামী লীগের মত বিএনপি জনগণের সমর্থন ছাড়া বিনা ভোটে ক্ষমতায় যায়নি। সবসময় বিএনপি নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হঠাৎ নেতা হওয়ার চেষ্টা না করে আগে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলে নেতা হোন। বিএনপি ক্ষমতায় গেলে সংবাদপত্রের অবাদ স্বাধীনতা থাকবে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, দেশের জনগণের হারিয়ে যাওয়া মৌলিক অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার বাধ্যকথা থেকেই একটি রাজনৈতিক দলহিসেবে বিএনপি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ গ্রহণ করে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হলেও আমাদের কাঙ্খিত সফলতা এখনো অর্জিত হয়নি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাঙ্খিত সফলতা অর্জিত হবেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদের সভাপতিত্বে ও ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেণ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, রিয়াজ মজুমদার, অমিত ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. জুয়েল রানা,আহসান খলিল শ্যামল, ডা. সাবের হোসেন রাকিব ও মেহেদী হাসান ফারহান। এছাড়াও সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা