ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল রবিবার বিকেলে বন্দর উপজেলার মিরকুন্ডীতে এস. আর. ইন্টারন্যাশনাল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ, কে.জি ফাইভ পরীক্ষার্থীদের বিদায় এবং কোরআনের ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘সুশিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষাই হলো আসল শিক্ষা। আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলেই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো। তারা তখন সমাজ ও দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। তাই আমাদেরকে সুশিক্ষার প্রতি সবচেয়ে বেশী নজর দিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা বাংলা ও ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করছি। যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ’। এস. আর. ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এমদাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ও প্রধান শিক্ষিকা রুমকি সুলতানার সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বন্দর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ লিটন, মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, অত্র স্কুলের সহ-সভাপতি আব্দুল লতিফ লিটন, মিরকুন্ডী দারুস-সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অভিভাবকবৃন্দ, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ই-
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯