আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:৩৩

সুশিক্ষার প্রতি সবচেয়ে বেশী নজর দিতে হবে: মাকসুদ হোসেন

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল রবিবার বিকেলে বন্দর উপজেলার মিরকুন্ডীতে এস. আর. ইন্টারন্যাশনাল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ, কে.জি ফাইভ পরীক্ষার্থীদের বিদায় এবং কোরআনের ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘সুশিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষাই হলো আসল শিক্ষা। আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলেই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো। তারা তখন সমাজ ও দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। তাই আমাদেরকে সুশিক্ষার প্রতি সবচেয়ে বেশী নজর দিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা বাংলা ও ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করছি। যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ’। এস. আর. ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এমদাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ও প্রধান শিক্ষিকা রুমকি সুলতানার সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বন্দর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ লিটন, মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, অত্র স্কুলের সহ-সভাপতি আব্দুল লতিফ লিটন, মিরকুন্ডী দারুস-সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অভিভাবকবৃন্দ, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা