ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত হোটেল শ্রমিক মো: ছায়েদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী, ছিনতাই-ডাকাতি ও মাদক সহ একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত সন্ত্রাসী কিলার জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এরআগে গত সোমবার রাতে তাকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত কিলার জসিম সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মধ্য সানারপাড় এলাকার মৃত কাজী মোতালেবের ছেলে। মামলার তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত কিলার জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ছায়েদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কিলার জসিম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী। আওয়ামীলীগের ক্ষমতাকালীন সময়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজী ও মাদক ব্যবসা সহ এমন কোন অপরাধ নেই যে সে করেনি। ৫ আগষ্টে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে ভোল পাল্টিয়ে নিজেকে বিএনপির লোক দাবী করে নানান অপকর্মে জড়িয়ে পড়ে বলেও জানা গেছে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯