ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহর এখন চলাচলের জন্য অযোগ্য। সর্বত্রই চলছে সড়ক দখলের মহোৎসব। বিগত পতিত সরকারের দোসররা শহরকে একটি চাঁদাবাজির শহরে পরিনত করেছিল। আওয়ামীলীগ বলেই তাদের যেন পৈত্রিক সম্পত্তি এমন ভাবে দখল করে চাঁদাবাজি করে গেছে। তবে সে সময় কয়েক দফা সিটি করপোরেশন শহরের জঞ্জাল নিরসনে ফুটপাত দখল মুক্ত করতে পদক্ষেপ নিলেও তা আর স্থায়ী হয়নি। সে সময় আওয়ামীলীগের দু’টি পক্ষ শহরকে জঞ্জাল করে রেখেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হানিা সরকারের পতন হলে সেই সুযোগে কতিপয় বিএনপির নামধারী নেতাকর্মী শহরকে পুনরায় দখল বানিজ্যে মেতে উঠে। সেই আগের নিয়মেই চাঁদাবাজি চলছে। একের পর এক সড়ক হকারদের দখলে চলে যাচ্ছে। রাস্তা হয়ে আসছে সরু। আর এ কারণে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। শহরের সিরাজদৌল্লাহ সড়ক কালীর বাজার থেকে ফলপট্টি পর্যন্ত পুরো সড়কই হকারদের দখলে। হকাররা সেই চাঁদাবাজ নেতাদের চাঁদা দিয়ে পৈত্রিক সম্পত্তির মত জনগণের চলাচলের সড়ক দখল করে রেখেছে। আর এই ভীরের মধ্যে মানুষ চলতে গিয়ে শিকার পক্ষে পকেটমারের। পকেট মারদের সাথে সেই সকল হকারদের সখ্যতা রয়েছে বলে অনেকে মনে করেন। গতকাল মঙ্গলবার আমাদের প্রতিনিধির ক্যামেরা তোলা ছবিতে দেখা যায়, সড়কে মানুষ চলাচলের একটু জায়গা নেই। ফটপাত দখলের কারণে যারবাহন চলাচল করতে পারছেনা। আর ট্রাক থামিয়ে রাস্তার উপর ময়লা আর্বজনা ফেলা হচ্ছে। শুধু তাই নয় রাস্তা দখল করে রাস্তার উপরে টংতোকার বসানো হচ্ছে। আর এ সরকারি জয়গা নাকি কোন নেতা তাদের কাছে ভাড়া দিয়েছে। এভাবেই পরো শহরে চলছে দখল বানিজ্য। নারায়ণগঞ্জ শহর ঘুরে জানা গেছে, যারা শহরে ফুটপাত থেকে চাঁদা নিচ্ছে তারা নাকি বর্তমান মহানগর বিএনপির শীর্ষ নেতাদের একাত্ব ঘনিষ্ট লোক ও তাদের পিছনে রাজনীতি করেন। যার কারণে তাদের কেহ কিছু বলতে সাহস পাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে এক চাঁদা আদায়কারী বলেন, আমরা নেতাদের নির্দেশে ফুটপাতে দোকান বসিয়েছি। আর দোকান ভাড়া যা পাই তার র্সিহভাগ নেতাদের দিতে হয়। ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, আমরা প্রতিদিন ২/৩শ; টাকা নেতাদের নামে দিয়ে ব্যবসা করি। আওয়ামীলীগের সময়ও আমরা নেতাদের টাকা দিয়ে ব্যবসা করেছি। এক পথচারি আমাদের প্রতিনিধিকে ছবি তুলতে দেখে বলে উঠেন ছবি তোলে লাভ কি? আওয়ামীলীগ-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। আওয়ামীলীগ চাঁদাবাজি করে গেছে এখন বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে। আমাদের ভাগ্যের পরির্বতন কখনই হবে না। বর্তমানে নারায়ণগঞ্জ শহর যেন চলাচলের অযোগ্য। ফুটপাত দখলের কারণে যানবাহন চলাচলে সমস্যা সেই সাথে সাধারণ মানুষের যেন ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোন উদ্যোগ নেই। অনেকে মনে করছেন নতুন ডিসি যোগদান করে এ বিষয়টি গুরুত্বের সাথে নজর দিবেন।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯