ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে নির্যাতন কাটিয়ে বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিথ্যা মামলা থেকে জামিনে নিজ এলাকায় রাজত্ব শুরু করেছেন নেতাকর্মীরা। একই অবস্থা বিরাজমান রাজধানী ঢাকা লাগোয়া নারায়ণগঞ্জ জেলাতেও। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনামলে আন্দোলন সংগ্রামে এই জেলার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর ফলে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়। শিকার হতে হয় নির্যাতনের। এদিকে হাসিনার দেশত্যাগের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ¡াস উদ্দীপনা কাজ করছে। একইদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের দাবি আদায় হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে ছিলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। এদের অধিকাংশ নেতাকর্মী কারাগার থেকে জামিন পেয়েছেন। সেই সঙ্গে গ্রেফতার এড়াতে বিএনপি যেসব নেতাকর্মী এতোদিন পলাতক ছিলেন সবাই নিজ জেলায় ফিরেছেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে কেন্দ্রঘোষিত প্রত্যেকটা কর্মসূচি জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বড় পরিসরে পালন করেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি চাঙ্গা ভাব কাজ করছে। বর্তমান অবস্থায় বিএনপির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এ লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের মনে জয় করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার। তাই তারা জনগণের মন জয় করার দিকে বেশি ফোকাস করছেন। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সাল থেকে গত ১৫-১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের মামলা-হামলা, জেল-জুলুম, গুম-খুন তথা নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। একইসাথে দলটিকে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রামও অব্যাহত রাখতে হয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশের মামলা থেকে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু বিভিন্ন অঙ্গসংগঠনের কোনো নেতৃবৃন্দই বাদ পড়েনি। তাই যারাই দলকে সামনে থেকে পরিচালনা করেন তাদের নামেই মামলা দিয়ে প্রশাসন বিএনপিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এদিকে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী যেকোনো কর্মসূচি একের পর এক সফলভাবে বাস্তবায়ন করার বিষয়ে অঙ্গিকারবদ্ধ ছিল নারায়ণগঞ্জ বিএনপি। তাদের মতে, শতশত মামলা, গ্রেফতারের পরও রাজপথমুখী রয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তারা এসব মামলা, গ্রেফতারে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেফতার করে ভয় দেখিয়ে লাভ নেই। তাই তারা এসব এখন ভয় পান না। যতোই বাধা আসুক তারা তাদের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধকর। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে তাই তারা এখন এইসব নিয়ে চিন্তা করছেন না। তারা চলমান এই আন্দোলন সংগ্রাম যেকোনো মূল্যে সচল রাখতে মরিয়া। এদিকে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন। হাসিনাবিহীন আওয়ামী লীগের বর্তমানে যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে সংশয় সৃষ্টি করা হয়েছে। এর ফলে আগামীতে বিএনপির একক আধিপত্য থাকবে তা এখন থেকেই অনুমান করা যায়। তবে পরবর্তী জাতীয় নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত তা অনেক সময়সাপেক্ষ বিষয়। কেননা বর্তমানে জাতীয় সরকার দায়িত্ব নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করে কবে নাগাদ তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন তা এখন বলা যাচ্ছে না।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯