জাহাঙ্গীর ডালিম
বছরের শেষ মাস ডিসেম্বর মাস। নতুন বছরের আগমনী বার্তা, শীতের আমেজ, সবকিছু মিলিয়ে যে দিকেই তাকাই চারপাশে একটা উৎসব মুখোর পরিবেশ। কি বাস্তব জগত, সবাই ঘরে ফিরছে নাড়ীর টানে, বাবা-মা, ভাইবোন, প্রিয়জনের সান্নিধ্যে। ডিসেম্বরের শরীরে কত কী যে লেগে আছে! শীতকালে মাটির উনুনের আঁচে ভাইবোনের সঙ্গে বসে আগুনের তাপ নেয়া, উষ্ণতা পেতে মায়ের বুকের আরো কাছে লেপ্টে থাকা, খেজুর রসের পায়েস রান্না, ভোরের বাতাসে মিষ্টি গন্ধ, দাদার কোলে বসে কুয়াশার ভালবাসায় শিশিরের জন্ম দেখা, আরো কত কত মধুর স্মৃতি। স্মৃতির ভাঁজে ভাঁজে কত কত অশ্রæ লুকিয়ে থাকে, যদিও সে অশ্রæকণা জগতের সবচেয়ে বিশুদ্ধ জলকণা। বিশেষ করে মনে পড়ে যায় আমার মায়ের কথা। অনেক বছর হয়ে গেলো মা’কে দেখতে পাই না। এই নতুন বছরের প্রথম দিনে দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক সম্পাদক শ্রদ্ধেয় হাবিবুর রহমান বাদল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে ডান্ডিবার্তার সাহিত্যবার্তা সাহিত্য পাতাটি দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের এই সাহিত্য পাতা যে সব লেখক, লেখিকারা লেখা দেন। তাদের কে নতুন বছর ২০২৫ সালের শুভেচ্ছা। আমাকে লেখা দিয়ে সমৃদ্ধ করার জন্য। আর নারায়ণগঞ্জ এর কবি সাহিত্যিক সকল ভাই, বোনদের ও জানাই শুভেচ্ছা। নতুন বছর ২০২৫ সাল হোক প্রার্থনা করি, নিবিড় আনন্দে সকলের উৎসব হোক আরো ঝলমলে। সকলের মধু মাখা হাসি ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে-কানাচে। সবার জন্য নতুন বছর ভালো হোক, আরো ভালো হোক সকলের। এই কামনা।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯