ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে এই দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। শুধু ক্রীড়াঙ্গনকে নয় তারা পার্শ্ববর্তী দেশ থেকে মাদকদ্রব্য আমদানি করে তারা বিদেশী শক্তির চক্রান্তের মাধ্যমে যুব দেশের সমাজকে ধ্বংস করে দিয়েছিল। আগে আমরা খেলাধুলার মগ্ন থাকতাম এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে খেলাধুলা করতাম। আমরা যদি বেশি বেশি করে খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে নেশা মুক্ত করতে চাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন মদনপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে মদনপুর ইউনিয়নের কেওঢালা পুকুনিয়া বাড়ি এলাকায় বন্দর উপজেলা যুবদলের সার্বিক তত্ত¡াবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যুব সমাজের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যুব সমাজকে কর্মস্থান ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং আমরা চাই নেশা ও মাদকমুক্ত যুব সমাজ। খেলাধুলার মাধ্যমে একটি মাদক ও নেশা মুক্ত যুবসমাজ গড়তে হলে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে যুবসমাজকে নিয়ে যে পরিকল্পনা করেছেন এতে করে যুব সমাজের কর্মস্থান তৈরি হবে এবং নেশা মুক্ত যুবসমাজ গড়তে পারবো। মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহি সোহাগ, সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ,বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান রনি, মো. জামান, বাবুল মিয়া, অদুদ সাগর, পলাশ বেপারী, বন্দর থানা যুবদল নেতা জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ হাকিম, সজিব আহমেদ, আঃ রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা জহির ভূইয়া, বাদল মিয়া, মোস্তফা মিয়া, রিপন, আদনান ভূঁইয়া, সাত্তার ভূঁইয়া, সোহেল ভূঁইয়া, রিপন মিয়া, জাহাঙ্গীর দেওয়ান, ইমরান ভূঁইয়া, ইফাতসহ বন্দর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯