ডান্ডিবার্তা রিপোর্ট
নতুন বছর নিয়ে সাধারন মানুষের অনেক প্রত্যাশা। নতুন বছর যেন হয় সাধারণ মানুষের দু:খ লাঘবের বছর। স্বাধীন ভাবে বেঁচে থাকার বছর। সন্ত্রাসমুক্ত এক নতুন বছর। আর নতুন বছরের জন্য বিএনপি নেতারা বিভিন্ন প্রতিশ্রæতি দিচ্ছেন। তা কতটা বাস্তবায়ন হবে তা নারায়ণগঞ্জবাসী দেখার অপেক্ষায় রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে নতুন বছরের এক বার্তা দিয়েছেন। তিনি নতুন বছরে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। পোস্টে তারেক রহমান বলেন, আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায়ে পা রাখছি। আসুন সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা এমন একটি জাতি গড়তে আকাঙ্ক্ষা করি, যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়। তিনি আরও উল্লেখ করেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, অর্থনীতি পুনরুজ্জীবিত করব এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করব। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০২৪ আমাদের অনেক স্বরণীয় একটি বছর। এই বছরটা যেমন আমাদের জন্য কষ্টের ছিলো, তেমনি অনেক প্রাপ্তি ছিলো। এই বছর স্বৈরাচরী সরকারের পতন হয়েছে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা দেশ পেয়েছি। এই সময়ে নতুন বছরে আমাদের মূল দাবি থাকবে, একটি সুখ সমৃদ্ধিযুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ চাই। যে নারায়ণগঞ্জে কোন হানাহানি, খুন, গুম, হত্যা থাকবে না। নতুন বছরে নারায়ণগঞ্জে যে সমস্যা গুলো আছে, সেগুলো ঐক্যবদ্ধ হয়ে সমাধান করবো। তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন। এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ ঢাকার খুব পাশের জায়গা হলেও, এখানে আইন শৃঙ্খলা, যানজট, শীতলক্ষ্যা দূষণ অতিমাত্রায়। আমরা আশা করি একটা নতুন সূর্য উদিত হবে। ২০২৫ সালে মানুষের ভোটের অধিকারের যে প্রত্যয়, সেটা প্রতিষ্ঠিত হবে। দেশে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ হবে। শোষণ বঞ্চনাহীন একটি নারায়ণগঞ্জ হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রত্যাশা করে প্রতিশ্রæতি দেন নতুন বছরে সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ সবুজ ছায়ায় সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত এবং গডফাদারমুক্ত নারায়ণগঞ্জ হবে। যেখানে আমরা কাধে কাধ মিলিয়ে একটি সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়তে চাই। যে নারায়ণগঞ্জে কোন গডফাদারের আধিপত্য থাকবে না, কোন পরিবারের আধিপত্য থাকবে না। এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা একজন আরেকজনের পরিপূরক হয়ে, সবাই সবার পাশে থেকে একটি নারায়ণগঞ্জ গড়তে চাই। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, সৌহার্দ্যপূর্ণ, স¤প্রতির সম্পর্ক মানুষের মধ্যে বজায় থাকবে এটা প্রত্যাশা করি। নতুন বছরে নারায়ণগঞ্জে যানজটমুক্ত একটি নগরায়ন চাই। পরিচ্ছন্ন একটি নগরের স্বপ্ন দেখি, যাতে ২০২৫সালে নতুন ভাবে গড়ে তোলা যায়। এতে করে সকলের সহযোগীতার প্রত্যাশা করি। মাসুকুল ইসলাম রাজিব বলেন, নতুন বছরে রাজনৈতিক হানাহানি যাতে না হয়, সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। এটাই প্রত্যাশা করি। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, নতুন বছরে আমরা প্রত্যাশা করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার স্বৈরাচার সরকার কর্তৃক, যে সকল মানুষদের হত্যা করেছে এবং প্রশাসনকে ব্যবহার করে যত মানুষ হত্যা করা হয়েছে। এছাড়া বিগত ১৬ বছরে যত মানুষ গুম, হত্যা করা হয়েছে। সকল গুম. খুন ও হত্যার বিচার দেখতে চাই। এছাড়া সম্পূর্ণ সুষ্ঠ একটা নির্বাচন দেখতে চাই। আজিজুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ তার ভোটের অধিকার পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছে। সেই আশা আকাঙ্খার বাস্তবায়ন ২০২৫ সালে হোক এটাই আমরা চাই। নারায়ণগঞ্জে অনেক গডফাদার ছিলো, বিভিন্নভাবে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, মানুষকে নাজেহাল করে জিম্মি করা হয়েছে, একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এসব থেকে নারায়ণগঞ্জ মুক্ত করার প্রত্যাশা রাখি। নতুন একটা চেতনা যাতে মানুষের মধ্যে সঞ্চালিত হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরী হয়। যারা ছাত্রদের পক্ষে কাজ করবে, যারা ন্যায়ের পক্ষে কাজ করবে ও দেশের পক্ষে কাজ করবে। নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাং বেড়েছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ হয় সুশাসনের মধ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহŸায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, নতুন বছরে আমরা প্রত্যাশা রাখি একটি সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ। যেখানে কোন মানুষ ভীত থাকবে না। নারায়ণগঞ্জে যানজট অনেক বড় একটা সমস্যা। নতুন বছরের যানজট মুক্ত একটা নগরীর প্রত্যাশা করি। আনিসুল ইসলাম সানি বলেন, আগামী দিনে নতুন বছরে যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটা সুন্দর সম্পৃতির নারায়ণগঞ্জ চাই।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯