ডান্ডিবার্তা রিপোর্ট
বিদায়ী বছর আওয়ামীলীগের বিপর্যয়ের বছর ছিল। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনো এমন ভয়াবহ বিপর্যয় দেখনি। চলতি বছরের শুরুতে রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে বছর শুরু হলেও শেষ সময়ে এসে রক্ষা পায়নি দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটি। মাত্র ৭ মাসের মাথায় শোচনীয় পরাজয় মেনে নিতে হয়েছে দলটিকে। ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে পালিয়ে গেলে সারাদেশের মতোন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের করুণ পরিণতি ঘটে। একদিকে দীর্ঘ সাড়ে ১৫ বছর একচেটিয়া শাসনের পর হঠাৎ ছন্দপতন আরেকদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার শহীদদের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি হয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা বর্তমানে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অর্থাৎ গত ৫ আগস্টের পর থেকেই এলাকা ছাড়া রয়েছেন তারা। দিন যতোই যাচ্ছে নেতাকর্মীদের নিজ এলাকায় ফেরা নিয়ে সংশয় বেড়েই চলেছে। ক্ষমতায় থাকা অবস্থা তারা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এলাকা ছাড়া করে রাখলেও তাদেরও যে একই দশা হবে তা কখনোই আঁচ করতে পারেননি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এখন তারা জনশত্রæতে পরিণত হয়েছেন। দাঁড়িয়েছেন আসামির কাঠগড়ায়। অর্থাৎ বছরের শুরুটা আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে থাকলেও বছরের শেষ সময়টা তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মৃত্যুর ঘটনায় জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় ৯০টি মামলা দায়ের হয়েছে। এইসব মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গত ৫ই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে ধরাছোঁয়ার বাহিরে ছিলেন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় চিন্তিত হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছেন। যা নিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগ নেতাকর্মীদের দুশ্চিন্তা বাড়ছেই। এদিকে গত তিন মাসে কিছুসংখ্যক নেতাকর্মী পরিবার নিয়ে দেশত্যাগ করতে পারলেও অধিকাংশ নেতাকর্মী এখনো দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন। অনেকেই আবারও দেশত্যাগের চেষ্টা করছেন। এছাড়া অনেক স্থানে আবার আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটছে। সব মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে খারাপ সময় পার করছেন। গ্রেফতার থেকে বাঁচতে আওয়ামী লীগের নেতাকর্মীদের এভাবে কতদিন পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে থাকতে হবে তা এই মুহূর্তে বলা অসম্ভব বিষয়। দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনী যতো কঠোর হবেন ততোই আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার হওয়ার শঙ্কা বাড়বে। সারাদেশের মতোন নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়েছে। অনেক কার্যালয় লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের জন্মস্থান বলা হয়ে থাকে নারায়ণগঞ্জকে। দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা ছিল। পাশাপাশি ঢাকায় আওয়ামী লীগের কোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে আলাদা নজর থাকতো সবার। নিজ জেলায় তারা বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। অথচ কয়দিন আগেও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যে কোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্নভাবে জানান দেয়ার জন্য ব্যস্ত থাকতেন। সেই সাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালিন সময়ে আর তাদের দেখা মিলছে না।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯