আজ বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬ | দুপুর ১২:১০
শিরোনাম:
ফরচুন বরিশালের চার ম্যাচে দলটির তৃতীয় জয় পয়েন্ট টেবিলের দুইয়ে    ♦     সাব্বির আলম হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস    ♦     আদালতপাড়ায় অতিত্ব সংকটে আওয়ামী পন্থিরা    ♦     লন্ডনে চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া    ♦     শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    ♦     শামীম ওসমানের নির্দেশে জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা    ♦     রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি    ♦     সিদ্ধিরগঞ্জ ঘুষ বানিজ্যের অভিযোগে ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার    ♦     আড়াইহাজারে সিপিবি’র শীতবস্ত্র বিতরণ’    ♦     দিগুবাবুর বাজারে ব্যবসাীয় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত    ♦    

পদ হারানোর শঙ্কায় নেতারা!

ডান্ডিবার্তা | ০২ জানুয়ারি, ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নতুন বছরে বিএনপির রাজনীতি নয়া মোড় দেখা দিয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও জেলা কৃষকদলের কমিটি বিলপ্তের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির নতুন বছরের সুচনা হলো। তবে বিএনপির নেতাদের মধ্যে পদ হারানোর আতঙ্ক জেঁকে বসেছে। কবে কার পদ চলে যায় কেউ তা জানে না। বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারনী কমিটি তদন্তের মাধ্যমে দলে শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপির নামে যারা অপকর্ম করেছে তাদের প্রথমে দলীয় পাওয়ার ছিনিয়ে নিয়ে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে। গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন বছরের প্রথম দিনই জেলা কৃষক দলের কমিটি বিলুপ্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতির যাত্রা শুরু হলো। তবে বিএনপির তালিকায় রয়েছে অচিরেই নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্ত করা হবে। তবে কবে নাগাদ বিলুপ্ত হবে তার তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে এ বছরটি হবে বিএনপি নেতাদের কর্মীদের উত্থান পতনের বছর। বিএনপি নতুন আঙ্গিকে তরুনদের সামনে এনে এবং ত্যাগীদের সাথে নিয়ে সমন্বয় করে নতুন করে শক্তিশালী কমিটি করে দলের ভবিষ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। মাত্র ৫ মাসে বিএনপির অনেক নেতার ভাগ্য পরির্বতন হয়েগেছে। স্বৈরাচারী সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে স্থানীয় শীর্ষ নেতা থেকে শুরু করে পাতি নেতারাও দাপট দেখাতে শুরু করেছে। আর এ সুযোগে অনেকে পতিত স্বৈরাচার সরকারের দোসরদের মোটা অংকের টাকার বিনিমেয়ে এলাকায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে। তার রিপোর্ট তদন্ত কমিটির হাতে রয়েছে। অনেকে মেতে উঠেছিল মামলা বানিজ্যে। এই সমস্ত আমলনামা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। আর তারেক রহমান বিএনপিকে কলঙ্কমুক্ত দল হিসাবে প্রতিষ্ঠিত করতে দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যারা তালিকায় রয়েছেন তাদের আম-ছালা দুটোই যাবে। দলীয় পদের পাশাপাশি বিএনপির সকল সদস্যপদও হারাবেন। যার নজির ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতা বাস চালককে দলীয় প্রভাব খাটিয়ে মারধর ও সাংবাদিককে লাঞ্ছিত করে তার সকল পদসহ দলের প্রাথমিক সদস্য পদও হারিয়েছেন। তবে নতুন বছরটি বিএনপির কিছু নেতার চোখে কান্না থাকবে আবার কিছু নেতার মুখে হাসি ফুটবে। এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কেন্দ্রীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় দলীয় নেতারা তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অনেক ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের দলীয় কার্যক্রম থেকে দুরে রেখেছে এমনকি কারো বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে দল থেকে বহিস্কার পর্যন্ত করিয়েছে। আর তাদের দলের কেন্দ্রীয় পর্যায়েও কতিপয় নেতার হাত রয়েছে যারা বিগত সময় জেলা বা মহানগর পর্যায়ের নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে ত্যাগী ও প্রবীন নেতাদের মাইনাস করে রেখেছে। সেই সকল নেতাদের বহিস্কার আদেশ প্রত্যাহারসহ দলে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যারা দলের জন্য ক্ষতিকারক তাদের দল থেকে বাদ দেয়া হবে বলে জানা গেছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা মনে করেন বিএনপি আগামী দিনে অনেক শক্তিশালী হবে। আর অসাধু নেতারা ঝড়ে যাবে। যাদের কারণে বিএনপির সুনাম নষ্ট হয়েছে এমনকি তাদের দ্বারা দলের ক্ষতি হবে তাদের দল থেকে বাদ দিয়ে নতুন দিগন্তের পথে বিএনপি হাটবে এমনটাই নতুন বছরের প্রত্যাশা সাধারণ মানুষের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা