আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | সকাল ৭:২৪

না’গঞ্জের ফতুল্লায় থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠানে যুবক খুন

ডান্ডিবার্তা | ০২ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট অনুষ্ঠানে ছরিকাঘাতে হৃদয় (২০) এক যুবক খুন হয়েছে। এসময় তার দুই বন্ধুসহ ৩ জন আহত হয়েছে। নিহত হৃদয় (২০) ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার পুত্র। আহতরা হলেন সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায়। নিহতের বন্ধু সাব্বির জানায় গত মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে নিজ এলাকায় তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফাস্ট নাইট পালন করছিলো। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার ৭/৮ যুবক এসে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত্য ঘোষণা করেন। এলাকাবাসী জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গ্রæপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। উক্ত ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুইটি হওয়ায় উভয় গ্রæপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয় (২০)কে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে র‍্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নববর্ষ (থার্টি ফাস্ট নাইট) উযদাপন করার সময় কিশোর বয়সের ছেলেদের দুপক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ছুরিকাঘাত করলে তিন বন্ধুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদয় মারা যায়। আহত অপর দুই বন্ধুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হৃদয়ের লাশ হাসপাতালে রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এই ঘট্নায় এখনো অভিযোগ পাইনি। তাছাড়া তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। কারা এই ঘটনায় ঘটিয়েছে তা শনাক্ত করার কাজ চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা