আজ রবিবার | ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১ | ৪ রজব ১৪৪৬ | রাত ২:৪৪

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা

ডান্ডিবার্তা | ০২ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি কাটিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাবেক ছাত্রদলের নেতারা। অন্যান্যবারের তুলনায় এবার তারা আরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এর আগে বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ছাত্রদলের নেতারা জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেননি। তাই এবার তারা কোনো কমতি রাখেনি। বর্তমানে ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও সাবেক ছাত্রদল নেতারাই কেন্দ্রের কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও নিজ এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন। এদিকে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করা হলেও রাজপথে আগের মতোনই সক্রিয় ভূমিকা পালন করছেন ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বের ন্যায়ই কাজ করছেন। অন্যদিকে আওয়ামী লীগের পতনে বর্তমানে বিএনপির সুসময় চললেও কিছুদিন আগেও তাদের অবস্থা ভালো ছিল না। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে আওয়ামী লীগের দ্বারা ব্যাপক নির্যাতন, অত্যাচারের শিকার হতে হয়েছিল। মামলা, গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা যখন অনেকটাই নিষ্ক্রীয় হয়ে পড়েছিল ঠিক তখনি বিএনপিকে জিইয়ে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্র থেকে ঘোষিত অবরোধ, হরতাল কর্মসূচি নারায়ণগঞ্জ ছাত্রদল পালন করেন। এর ফলে ব্যাপক প্রশংসিত হোন তখন। সেই সঙ্গে পুুরোটা সময় তারা দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রদল নেতাকর্মীরাও বাড়িছাড়া থাকলেও তারা বিএনপির মানসম্মান ধরে রেখেছিলেন। প্রতিটি কর্মসূচিতেই তারা কোনো না কোনোভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এইসব আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের অনেক নেতাকর্মীকেই কারাবরণের শিকার হতে হয়। পাশাপাশি বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছিল। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রাজু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী বিশাল র‌্যালী করে ঢাকায় যোগ দেই। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জে একটি কর্মসূচি পালন করবো। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা বলেন, কেন্দ্রের কর্মসূচিতে সফলভাবে অংশ নিয়েছি আগামীকাল শুক্রবার বিকেলে চিটাগাংরোড এলাকায় একটি বিশাল র‌্যালী করা হবে। এতে হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেত হবেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার বলেন, গতকাল বুধবার ছাত্রদলের কর্মসূচিতে তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মত আগামী দিনের রাজনীতি চালিয়ে যাব। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, ৫ আগস্টের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই আমাদের এবারের আয়োজন আরও ব্যতিক্রম হয়েছে। আমাদের প্রত্যাশা, এদেশে আর ফ্যাসিস্টদের জন্ম হবে না। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক দেশ। আমাদের তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া বলেন, আমরা রূপগঞ্জে বিশাল র‌্যালী করে ঢাকার কর্মসূচি অংশ নিয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ১৫:৪৬
  • ১৭:২৭
  • ১৮:৪৫
  • ৬:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা