আজ সোমবার | ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১ | ৫ রজব ১৪৪৬ | সকাল ৬:৫৩

আড়াইহাজারে সালিশ বৈঠকে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ০৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে একটি সমঝোতা বৈঠকে ইউপি সদস্য সহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায়। অভিযোগ সূত্রে জানাযায়, গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল ও সিরাজুলের ছেলে নাঈম গং দের সাথে একই গ্রামের হাইজাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গং দের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। এ বিরোধ সমাধানের লক্ষ্যে গত বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে পারিবারিকভাবে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ হাজী ইয়াসিনের ছেলে সিরাজুল ইসলাম, সোহাগ, রফিকুল ইসলাম, এবং বিল্লালের ছেলে শরীফ সহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাবুদ্দিন মেম্বারকে উপর্যুপরি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে বৈঠকে আসা একই গ্রামের কেরামত আলীর ছেলে শাহপরান (৩৫)কেও পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বার এর ছেলে শামীম বাদী হয়ে ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা