আজ রবিবার | ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১ | ৪ রজব ১৪৪৬ | সন্ধ্যা ৭:৪৬

কুয়াশা আর শীতের তীব্রতায় জবুথবু নগরবাসী

ডান্ডিবার্তা | ০৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীতের তীব্রতা। চারদিক কুয়াশায় ছেয়ে গেছে, মেঘাচ্ছান্ন হয়েছে আকাশ। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলেও সূর্যের আর দেখা মিলেনি। গ্রামাঞ্চলের পাশাপাশি জেলার শহরাঞ্চল ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই নগরীতে ঘন কুয়াশা দেখা যায়। ভোরের দিকে বহু এলাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহনের চলাচল দেখা গেছে। এর আগে, বুধবার রাতের দিক থেকেই আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করে। সকাল গড়িয়ে বিকেল নেমে এলে ঠান্ডা বাতাসও বইতে শুরু করে। সিহাব নামে এক মিশুকচালক বলেন, আজকে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। ভোর সকালের দিকে গাড়ী নিয়ে চলতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। রাস্তায় চলার সময়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এর উপর প্রচুর ঠান্ডা লাগছে যা জ্যাকেট, মাফলার, হাত মোজা পড়েও মানছে না। আল নাহিয়ান নামে এক শিক্ষার্থী বলেন, শহরে শীতের তীব্রতা অনেক। আমার ভীষণ ঠান্ডা লাগছে। সকাল থেকে বিকেল গড়িয়ে আসছে, তবে আজ আকাশে সূর্যের দেখা পাইনি। এমন শীত অনেক কম দেখা যায় নারায়ণগঞ্জে। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা। পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। এদিকে, শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর ও নি¤œআয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুঃখ-দুর্দশায় পড়েছেন নি¤œবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণির মানুষ। শীতের মাত্রা বেড়ে যাওয়ায় শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা দোকানগুলোতে নি¤œ আয়ের মানুষদের ভিড় দেখা গেছে, যারা শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা