ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীতের তীব্রতা। চারদিক কুয়াশায় ছেয়ে গেছে, মেঘাচ্ছান্ন হয়েছে আকাশ। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলেও সূর্যের আর দেখা মিলেনি। গ্রামাঞ্চলের পাশাপাশি জেলার শহরাঞ্চল ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই নগরীতে ঘন কুয়াশা দেখা যায়। ভোরের দিকে বহু এলাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহনের চলাচল দেখা গেছে। এর আগে, বুধবার রাতের দিক থেকেই আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করে। সকাল গড়িয়ে বিকেল নেমে এলে ঠান্ডা বাতাসও বইতে শুরু করে। সিহাব নামে এক মিশুকচালক বলেন, আজকে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। ভোর সকালের দিকে গাড়ী নিয়ে চলতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। রাস্তায় চলার সময়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এর উপর প্রচুর ঠান্ডা লাগছে যা জ্যাকেট, মাফলার, হাত মোজা পড়েও মানছে না। আল নাহিয়ান নামে এক শিক্ষার্থী বলেন, শহরে শীতের তীব্রতা অনেক। আমার ভীষণ ঠান্ডা লাগছে। সকাল থেকে বিকেল গড়িয়ে আসছে, তবে আজ আকাশে সূর্যের দেখা পাইনি। এমন শীত অনেক কম দেখা যায় নারায়ণগঞ্জে। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা। পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। এদিকে, শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর ও নি¤œআয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুঃখ-দুর্দশায় পড়েছেন নি¤œবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণির মানুষ। শীতের মাত্রা বেড়ে যাওয়ায় শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা দোকানগুলোতে নি¤œ আয়ের মানুষদের ভিড় দেখা গেছে, যারা শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯