ডান্ডিবার্তা রিপোর্ট
গত বুধবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখা নেই নারায়ণগঞ্জে জাতীয়পার্টির নামধারী ওসমান পার্টির নেতাদের। তারা জাতীয়পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেনি। তবে বিগত সময়ে সদর-বন্দর আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের নেতৃত্বের জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কেক কাটতে দেখা গেলেও আওয়ামীলীগ সরকারের পতনের পর সেই দৃশ্য দেখা যায়নি। এছাড়া সোনারগাঁ আসনের সাবেক সাংসদ জেলা জাতীয় পার্টির একাংশের নেতাদের নিয়ে তার নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে পালন করতে দেখা গিয়েছে। অপরদিকে সদর-বন্দর সাবেক সাংসদ নাসিম ওসমানের পতœী পারভীন ওসমানকে জেলা ও মহানগর জাপার একাংশের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত হয়ে এখন গাাঁ ঢাকা দিয়ে আছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন সদর-বন্দর আসনের সাবেক সাংসদ সেলিম ওসমান এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাদের চাপে কেক খাওয়া নিয়ে চরম বিশৃঙ্খলা মারামারি। তবে আওয়ামীলীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা থেকে শুরু করে তৎকালীন সাংসদরাও স্বৈরাচারের দোসর হিসেবে অখ্যায়িত হওয়ায় ভয়ে আতঙ্কে জেলা ও মহানগর জাতীয় পার্টির থেকে শুরু করে তৎকালীন সাংসদরা জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সাহসিকতা দেখাননি। এদিকে সদর-বন্দর আসনের সাবেক সাংসদ সেলিম ওসমান এখনো ব্যবসায়ীক মহলে স্বৈরাচারের দোসর হিসেবে ঢাকা থেকে কলকাঠি নাড়লেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অপরগতা দেখান। এছাড়া সদর-বন্দর আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের পতœী পারভীন ওসমান বিগত সময়ে ছাত্র সমাজের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই লাপাতা পারভীন ওসমান। এখনো তার নেতৃত্ব নির্দেশনায় জাতীয় পার্টির কোন প্রকার কর্মকান্ড পরিচালনা পরিলক্ষিত হয়নি। অপরদিকে সোনারগাঁ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে ব্যাপকভাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও আওয়ামীলীগ সরকারের পতনের পর জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় নেতাদের সাথে তাকে পালন করতে দেখা গিয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই লাপাতা হয়েছেন এবং সাধারণ সম্পাদক নাইম ইকবাল সাংসদ নির্বাচনের পর থেকেই লাপাত্তা এবং দায়িত্ববারও ছাড়ছেন না কেননা জাপার সুসময়ের সুযোগের সন্ধানে এখনো তৎপর। অপরদিকে মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল মহানগরের নেতৃত্ব থেকেও ডেম কেয়ার ছিলেন সর্বদা। এছাড়া সাধারণ সম্পাদক আফজাল হোসেনের এলাকায় জেলা ও মহানগর জাতীয় পার্টির অফিস থাকলেও সেই অফিস এখন মাসে একদিন খোলা নিয়েও সংশয়। যার কারণে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও ছিল তাদের অপারগতা।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯