আজ বৃহস্পতিবার | ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১ | ৮ রজব ১৪৪৬ | সকাল ৯:৫৩
শিরোনাম:
ফরচুন বরিশালের চার ম্যাচে দলটির তৃতীয় জয় পয়েন্ট টেবিলের দুইয়ে    ♦     সাব্বির আলম হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস    ♦     আদালতপাড়ায় অতিত্ব সংকটে আওয়ামী পন্থিরা    ♦     লন্ডনে চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া    ♦     শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    ♦     শামীম ওসমানের নির্দেশে জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা    ♦     রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি    ♦     সিদ্ধিরগঞ্জ ঘুষ বানিজ্যের অভিযোগে ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার    ♦     আড়াইহাজারে সিপিবি’র শীতবস্ত্র বিতরণ’    ♦     দিগুবাবুর বাজারে ব্যবসাীয় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত    ♦    

রাজনৈতিক ভাবে পিছিয়ে যাচ্ছে ছাত্রদল

ডান্ডিবার্তা | ০৩ জানুয়ারি, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কমিটি না থাকায় রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে নারায়ণগঞ্জ ছাত্রদল। গতকাল ছাত্রদল বিচ্ছিন্ন ভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী করলেও তারা এক হতে পারেনি। পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে। তবে ছাত্রদলকে বলা হয় বিএনপির ভ্যানগার্ড। ইতোমধ্যে ৪৬ বছরে পা রেখেছে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলোতে মূখ্য ভূমিকা রাখা সংগঠনটি। তবে সা¤প্রতিক সময়ে নারায়ণগঞ্জে কলেজ পর্যায়ে ছাত্রদলের অবস্থান নেই বললেই চলে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নারায়ণগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন যেখানে সক্রিয় ভূমিকা রেখে চলেছে সেখানে নারায়ণগঞ্জে কলেজগুলোতে ছাত্রদলের নিস্ক্রিয়তা চোখে পড়ার মতোই। জানা গেছে, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। এমনকি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও শুরুর দিকে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছিল। তবে বর্তমান সময়ে নারায়ণগঞ্জে কলেজ পর্যায়ে ছাত্রদলের ভূমিকা নেই বললেই চলে। ২০২৩ সালের ২৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটির বাকীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সাগর সিদ্দিকী, সহ সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। একই দিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটিতে আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পরে চলতি বছরের ফেব্রæয়ারিতে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে। যে কারণে গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেন। পাশাপাশি অধীনস্থ সকল উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। এদিকে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলে নারায়ণগঞ্জে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে কোন ধরনের সক্রিয়তা করতে পারেনি। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কার্যক্রমও ছিল কম। তবে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে বাম সংগঠন ও ইসলামী দলগুলোর ছাত্র সংগঠন যেখানে সক্রিয় ভূমিকা রেখে চলেছে সেখানে নারায়ণগঞ্জে কলেজ পর্যায়ে ছাত্রদলের ভূমিকা নেই বললেই চলছে। ৫ আগস্টের পর বাম সংগঠনগুলোর পাশাপাশি ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনও কলেজগুলোতে নানা ধরনের কার্যক্রম করে যাচ্ছে। নতুন ছাত্রদের বরণ করে নেয়াসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। অথচ সেখানে ছাত্রদলের কোন ধরনের ভূমিকা দেখা যাচ্ছেনা। এর জন্য বিগত দিনে ছাত্রদলের নেতৃত্বে অছাত্রদের পদায়নকেই দায়ী করছেন সাধারণ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জে অর্ধশতাধিক কলেজ রয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে থাকে। এই ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ কলেজ হচ্ছে ১০টি। এগুলো হচ্ছে সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কমার্স কলেজ, নারায়ণগঞ্জ মডেল কলেজে, হাজী মিছির আলী কলেজ, আদমজী এম ডবিøউ কলেজ, সানারপাড় রওশন আরা কলেজ, ইস্টার্ন আইডিয়াল কলেজ, সলিমউদ্দিন চৌধুরী কলেজ। স্কুল এন্ড কলেজের মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজসহ ১০টি। বন্দর উপজেলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কদমরসুল কলেজ ও নাজিমউদ্দিন ভূইয়া কলেজ পূর্ণাঙ্গ কলেজ। বাকীগুলো স্কুল এন্ড কলেজ। রূপগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূইয়া কলেজ, মুড়াপাড়া কলেজ, আবদুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ, আলহাজ্ব লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ, এএইচবি ইন্টারন্যাশনাল কলেজ এই ৫টি পূর্ণাঙ্গ কলেজ। বাকী ৫টি স্কুল এন্ড কলেজ। আড়াইহাজার উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারী সফর আলী কলেজ, হাজী বেলায়েত হোসেন কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ার কলেজ ও গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ এই ৪টি পূর্ণাঙ্গ কলেজ। বাকী ২টি স্কুল অ্যান্ড কলেজ। সোনারগাঁ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোনারগাঁ কলেজ, সোনারগাঁ কাজী ফজলুল হক মহিলা কলেজ, হোসাইনপুর এসপি ইউনিয়ন কলেজ, সোনারগাঁও আইডিয়াল কলেজ, সোনারগাঁ নলেজ কিং কলেজ এই ৫টি পূর্ণাঙ্গ কলেজ। বাকী ৫টি স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের মতে, ছাত্রদলের পুরনো কমিটিতে এমন অনেক নেতা রয়েছেন, যারা নিয়মিত শিক্ষার্থী নন বা পড়াশোনার সঙ্গে যুক্ত নন। এতে করে ছাত্র সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটে না। আমরা চাই এমন নেতা, যারা আমাদের মতো ক্লাস করে, আমাদের সমস্যাগুলো বোঝে এবং আমাদের স্বার্থে কাজ করে। শুধু পদ দখলের রাজনীতি নয়, সত্যিকার নেতৃত্ব প্রয়োজন। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, ছাত্র রাজনীতির গুরুত্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার জন্য। তবে নিয়মিত শিক্ষার্থীদের বাইরে থেকে নেতৃত্ব বাছাই করলে তা বাস্তবায়ন সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী তোলারাম কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘যারা শুধুমাত্র রাজনীতির উদ্দেশ্যে ক্যাম্পাসে আসে, তাদের চেয়ে নিয়মিত ক্লাস করা শিক্ষার্থী অনেক বেশি যোগ্য নেতা হতে পারে।’ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী তোলারাম কলেজের এক শিক্ষক বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করলে নেতৃত্বের স্বচ্ছতা এবং দায়িত্ববোধ বাড়বে। এটি শিক্ষার পরিবেশ রক্ষা করতেও সহায়ক হবে।’ এদিকে কলেজ পর্যায়ে ছাত্রদলের ভূমিকা না থাকার বিষয়ে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার বলেন, কলেজগুলোতে বেশ কিছুদিন ধরে কমিটি নেই। তবে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছি। আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকেও এ বিষয়ে কাজ করছে। আশা করছি শীঘ্রই নারায়ণগঞ্জে কলেজগুলোতেও কমিটি দেয়া হবে। এতে করে আগামী দিনে কলেজগুলোতে ছাত্রদলের সক্রিয়তা বাড়বে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। এছাড়া স¤প্রতি কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পাশাপাশি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশনা রয়েছে ঝামেলামুক্ত প্রোগ্রাম করার। তবে সরকারি তোলারাম কলেজ, কদমরসুল কলেজ, হাজী মিছির আলীসহ বেশ কিছু কলেজে ছাত্রদলের সক্রিয়তা রয়েছে। তবে কলেজগুলোর কমিটি ঘোষণা করলে সেক্ষেত্রে কলেজ পর্যায়ে ছাত্রদলের সক্রিয়তা বাড়বে বলে তিনি মনে করেন। এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, কলেজ পর্যায়ে ছাত্রদলের সক্রিয়তা আসলেই হতাশাজনক। দীর্ঘদিন কমিটি না থাকা এবং ক্যাম্পাসে রাজনীতি করতে না পারার কারণেও এমনটি হয়েছে বলে তিনি মনে করেন। তবে কলেজগুলোতে ছাত্রদলের সক্রিয়তা বাড়াতে কেন্দ্রীয় কমিটি কাজ করছে। ইতোমধ্যে কলেজকেন্দ্রীক কমিটি দেয়ার বিষয়টি নিয়েও তারা কাজ করছেন। আশা করছি শীঘ্রই এর সুফল পাওয়া যাবে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা